এন বি এন ডেক্স: পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করনের দাবীতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), নওগাঁ জেলা শাখার পূর্ন দিবস কর্র্ম বিরতি বিক্ষোভ সমাবেশ ও প্রধান মন্ত্রী বরাবর স্বরক লিপি প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে পূর্ন দিবস কর্মবিরতি পালন করে এবং জেলা প্রশাসক চত্বর থেকে বাকাসসের জেলার আহবায়ক মোতাহার হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয় এবং মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে তাদের দাবি সম্বলীত একটি স্মারক লিপি প্রদান করা হয়। জেলা বাকাসসের আহবায়ক মোতাহার হোসেনের নেতৃত্বে বাকাসসের সদস্য সচিব ঋষিকেশ চন্দ্র মন্ডল, রফিকুদ্দৌলা রাব্বী, রিকতা রানী, বেগম সুফিনাজ সাফিরা, মকলেছুর রহমান ও সুবল চন্দ্র প্রমুখ স্মা^রক লিপি প্রদান করেন । বাকাসসের নেতৃবৃন্দ জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী অব্যহত থাকবে। স্বারক লিপি প্রদানের সময় দুই শতাধিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Home / সারাদেশ / নওগাঁয় পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করনের পূর্ন দিবস কর্মবিরতি ও বিক্ষোভ শেষে পাট ও বস্ত্র মন্ত্রীর মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান!!
আরও পড়ুন...
নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত
নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …