এনবিএন ডেক্সঃ যমুনা টিভি ও চ্যানেল নাইন টেলিভিশনের দু’ সাংবাদিকের বিরুদ্ধে নওগাঁ থানায় জিডি হয়েছে। অপেশাদার কর্মকান্ড ও নিজেকে সিনিয়র সাংবাদিক দাবী করে জৈষ্ট সাংবাদিকদের মর্যাদা হানির অভিযোগে থানায় জিডি করেন মোহনা টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল। জিডিতে বলা হয়, পাট ও বস্ত্র মন্ত্রী অনুষ্ঠানে অন্যান্য সিনিয়র সাংবাদিকদের কটুক্তি করে যমুনা টিভির সাংবাদিক শফিক ছোটন মন্ত্রীর বক্তব্য ধারন করতে বাধা দেয়। এ সময় চ্যানেল নাইন এর সাংবাদিক এ কে সাজু শফিক ছোটনের পক্ষে সাফায় গেয়ে মোহনা টিভি’র নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল কে দেখে নেবে বলে হুমকি দেয়। জিডিতে বলা হয় বিগত দিনে শফিক ছোটন নিজে আদম দিঘী উপজেলা শিবিরের সভাপতি দায়িত্ব পালন করার কারনে আওয়ামী বিদ্বেশী মনোভাব নিয়ে মন্ত্রীর কর্মসুচী বানচাল করার চেষ্টা চালায়। উল্লেখ্য পাট ও বস্ত্র মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক গত ৫ জুলাই বিকেলে নওগাঁ চকপ্রানে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল জলিলের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেখানে ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা স্ব স্ব চ্যানেলের বুম ধরেন। এসময় যমুনা টিভির নওগাঁ প্রতিনিধি শফিক ছোটন ও চ্যানেল নাইনের প্রতিনিধি এ কে সাজু তাঁদের বুম জোড় পূর্বক মন্ত্রী মুখের কাছে নিয়ে যায়। এতে মোহনা টিভি’র প্রতিনিধি বেলাল তাদের অন্যন্য চ্যানেলের বুমের সাথে রাখতে বলেন। সামান্য ওই কথাতেই শফিক ছোটন ক্ষিপ্ত হয়ে মাহমুদুন নবী বেলালের সাথে অসৌজন্য মূলক অচরন করেন এবং মারধর ও খুন জমখ করবে বলে হুমকী দেন। এবিষয়ে গত ৭ জুলাই মোহনা টিভি’র নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি দায়ের করেছেন যার নং ৩৪৯/১৪ তারিখ ০৭/০৭/২০১৪ ইং। বিষয়টি সাংবাদিকসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে। এদিকে জিডি ভুক্ত সাংবাদিক শফিক ছোটন এলাকায় লোগো সাংবাদিক নামে ব্যপক পরিচিত লাভ করেছেন বলে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …