এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দা উপজেলায় গৃহবধু জেসমিনকে যৌতুকের দাবীতে নির্যাতন ও মাথা ন্যাড়া করার প্রতিবাদে গত বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর আত্রাই নদীর পশ্চিম তীরে শিমুলতলী (টিক্কার) মোড় নামক স্থানে ব্রাকের পল্ল¬ীসমাজ সংগঠনের উদ্দোগে ৩ শতাধিক মহিলা এক মানব বন্ধনে যোগ দেয়। জেসমিনকে যৌতুকের বলি হতে দেব না লেখা ফেষ্টুন নিয়ে প্রতিবাদ জানায় মান্দা পল্ল¬ীসমাজের সভানেত্রী কুলছম বিবি। ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্দোগে জেসমিনকে চিকিৎসা খরচ বাবদ ১ হাজার টাকা প্রদান করে। এ সময় ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক সউদ আল ফাইসাল উপস্থিত থেকে ভিকটিমের চিকিৎসাও আইনী সহায়তার সার্বিক দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি ভিকটিমের নির্যাতন কারীদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করা হয় মানব বন্ধনে। উল্লেখ্য গত মঙ্গলবার আঁয়াপুর গ্রামের মৃত- খলিল প্রাং এর পুত্র রুবেল, মা রাহেলা এবং ভাবী বেবী তিনজনে রুবেল এর স্ত্রী জেসমিনকে মারধর ও সিগারেটের আগুনে ছ্যাকা দিয়ে নির্যাতন করে। শেষে মাথা ন্যাড়া করে দেয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। রুবেলকে থানা পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। কিন্তু পুলিশ আসামী শাশুড়ী ও জা বেবীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নাই।
Home / সারাদেশ / নওগাঁর মান্দায় গৃহবধু জেসমিনের যৌতুক নির্যাতনের আসামী গ্রেফতারের দাবীতে মানব বন্ধন!!
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …