22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁ সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন!!

নওগাঁ সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন!!

এন বি এন ডেক্স:  নওগাঁ সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা ও নারী উন্নয়ন ফোরাম কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক, আমিনুল ইসলাম। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ এর আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম হাসিনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম খান, ইউএনডিপির প্রতিনিধি রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী নান্নু, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সায়েম উদ্দীন ও শবনম মোস্তারী কলি প্রমুখ বক্তব্য রাখেন। পরে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলিকে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়। সাধারন সম্পাদক মরিময়ম বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্যরা হলেনঃ দেওয়ান শাহিনা আকতার সহ-সভাপতি, নুর জাহান দিপ্তী কোষাধ্যক্ষ এবং হাসনা বানু, কোহিনুর বেগম, মোছাঃ লাভলী ইসলাম, শিউলী বেগম, হাসনা বানু, শামিমা আকতার এবং মোছাঃ নুরুননাহার কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। কর্মশালায় সদর উপজেলার নির্বাচিত ৩৯ জন নারী প্রতিনিধিরা অংশ গ্রহন করেন এবং তাদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট নারী উন্নয়ন ফোরাম কমিটি নির্বাচিত নির্বাচিত হয়।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …