26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁয় গরু মোটাতাজাকরন সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত!!

নওগাঁয় গরু মোটাতাজাকরন সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত!!

 

এন বি এন ডেক্স ঃ নওগাঁর মহাদেবপুরে গরু মোটাতাজাকরন বিষয়ে অংশগ্রহনমূলক বাজার মানচিত্র অংকন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। চেরাগপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাকটিক্যাল এ্যাকশনের বিশেষ প্রতিনিধি শৈবাল বড়–য়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরকোর ড্রীম প্রকল্প কর্মকর্তা শুক্লা মুর্খাজী, প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর মার্কেট ডেভেলপমেন্ট ফিল্ড অফিসার আরিফুল ইসলাম। হেকস-এর আর্থিক সহায়তায় প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ ও আরকোর যৌথ আয়োজিত এ অনুষ্ঠানে ২জন প্যারভেট, ৬জন মার্কেট এ্যাকটর, ১জন খাদ্য ব্যবসায়ী, ২ জন কোম্পানী প্রতিনিধি এবং ৮জন উপকারভোগী অংশগ্রহন করেন।

আরও পড়ুন...

শষ্য ভান্ডার খ্যাত আত্রাইয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এনবিএন ডেক্সঃ উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল ‘সোনালী আঁশ’ …