21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে অজগরের শিকার হলো শিয়াল : দর্শকের উপচেপড়া ভিড়

নওগাঁর ধামইরহাটে অজগরের শিকার হলো শিয়াল : দর্শকের উপচেপড়া ভিড়

এনবিএন ডেক্স:
নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে ক্ষুধার্ত অজগরের শিকার হয়েছে প্রাণিকুলের পন্ডিত শিয়াল। এ দৃশ্য দেখতে সেখানে জমে হাজারও মানুষের ভিড়। যেন তারা ডিসকভারি চ্যানেলের কোন দৃশ্য বাস্তবে দেখছে। গত রোববার রাতে ঘটনাটি ঘটে।
ধামইরহাট উপজেলা বনবিট অফিসার লক্ষণ চন্দ্র ভৌমিক জানান ৬ জুন রাত ১১টার দিকে আলতাদীঘি জাতীয় উদ্যানে শালবনে অবমুক্ত করা একটি অজগর ক্ষুধা মেটাতে বনের প্রান্তে মোল্লা পাড়ার নিকট একটি শিয়াল শিকার করে। শিয়ালটির চিৎকারে প্রায় অর্ধশত শিয়াল তাকে রক্ষার জন্য
ভীষণ চিৎকার শুরু করলে স্থানীয়রা লাঠি সোটা নিয়ে ঘটনাস্থলে আসলে দেখতে পায় অজগরের শিকার শিয়ালটিকে রক্ষার জন্য শিয়ালদের এই চিৎকার। লোকজনের উপস্থিতিতে শিয়ালগুলো পালালেও অজগরটি তার শিকার ছেড়ে দেয়নি। স্থানীয় আদিবাসী ধীরেনের সহযোগিতায় বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে এফএনএস ধামইরহাট প্রতিনিধি সাংবাদিক আবুমুছা স্বপনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, অজগরটি এই শিকারের মাধ্যমে প্রায় ৬ মাসের আহার করে নিল।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …