19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ ॥ আহত ১০

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ ॥ আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধি: যশোর-সাতক্ষীরা মহাসড়কের মাধবকাটি এলাকার সোনাবাড়ী মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।
এলাকাবাসী জানায়, “শনিবার বিকেল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকার সোনাবাড়ী নামক স্থানে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। এ ঘটনায় ১ জন নিহত এবং কমপক্ষে ১০ আহত হয়েছে।”
সদর থানার ওসি এনামুল হক (০১৭১৩-৩৭৪১৪১) ঘটনার সত্যতা স্বিাকার করে বলেন, “সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় এবং গ্যাসের সিলেন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভায়। এঘটনায় ১ জন নিহত এবং ৫/৬ আহত হয়েছে।”
তবে নিহত ব্যক্তি পুড়ে যাওয়ায় তার নাম পরিচয় মেলেনি।

আরও পড়ুন...

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …