সাতক্ষীরা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের ছয় দিন পার হয়ে গেলেও সাতক্ষীরার পোশাক মার্কেটগুলোতে এখনো লাগেনি ঈদের হাওয়া। ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইন আর মডেলের পোশাকের সরবরাহ থাকলেও মার্কেটগুলো অনেকটাই ক্রেতাশূন্য। রিমঝিম বৃষ্টিতে ক্রেতাদের অপেক্ষায় অলস সময় পার করছেন বিক্রেতারা। তবে বিক্রেতাদের মতে রমজনের প্রথম দশ দিন পার হলে ক্রেতাদের উপস্থিতি বাড়বে। মাসাক্কালী, আশিকী, পাখি, আনারকলি, এরকম বাহারী নামের রং বেরংয়ের ঈদ পোশাক শোভা পাচ্ছে জেলার বিভিন্ন শপিং মলে। থরে থরে সাজিয়ে রাখা এসব পোশাক খুব সহজেই ক্রেতাদের নজর কাড়বে এমন আশা করেছিলেন বিক্রেতারা। তবে তাদের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বেচাকেনা। সাতক্ষীরার চায়না বাংলা শপিং কমপ্লেক্স, সাতক্ষীরা শপিং সেন্টার, বিগ বাজার শপিং কমপ্লেক্স, আমিনিয়া মার্কেট, নাহার প্লাজা, লন্ডল প্লাজা, নিক্সন মার্কেট, ইসলামীয়া মার্কেট সহ বিভিন্ন মার্কেটের বিক্রেতারা বলেন, “এবছর ঈদের মার্কেট এখনো জমে উঠেনি। ক্রেতাদের সংখ্যা একেবারেই কম। সব ধরনের পোশাকই আনা হয়েছে এবার। একটু আনকমন আনার চেষ্টা করেছি। এখন আমরা ক্রেতার অপেক্ষায়। রমজানের প্রথম দশ দিন পার হলেই ক্রেতার সংখ্যা বাড়বে।” এদিকে অনেক মার্কেটে ইতিমধ্যে ক্রেতারা তাদের পছন্দের পোশাক কিনতে শুরু করেছেন। প্রথম দিকে ভিড় কম থাকায় সুযোগটি হাতছাড়া করছেন না অনেকেই। তবে এমন ক্রেতার সংখ্যা অনেক কম।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …