27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় পাট ও বস্ত্রমন্ত্রী’র আব্দুল জলিলের কবর জিয়ারত আব্দুল জলিল ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক

নওগাঁয় পাট ও বস্ত্রমন্ত্রী’র আব্দুল জলিলের কবর জিয়ারত আব্দুল জলিল ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক

এনবিএন ডেক্স: পাট ও বস্ত্রমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক নওগাঁয় বাংলাদেশ আওয়ামীলীগের প্রয়াত প্রবীন নেতা মোঃ আব্দুল জলিলের কবর জিয়ারত করে বলেছেন মোঃ আব্দুল জলিল ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অঅদর্শের সৈনিক। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তাঁর আদর্শ বুকে ধারন করে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি তাঁর আদর্শে অনুপ্রানিত হয়ে দেশকে ভালোবাসতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, নওগাঁয় ভালো মানের একটি পাট কল স্থাপনের পরিকল্পনা আছে। এ জন্য জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। এ ছাড়াও পিছিয়ে পরা নওগাঁর উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাবেন। ১০দিন ব্যপী নওগাঁ জেলা সফর কর্মসূচী’র শুরুতেই শনিবার সšধ্যা সোয়া ৬টায় তিনি নওগাঁ প্রবেশ করেই শহরের চকপ্রাণ এলাকায় মোঃ আব্দুল জলিলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন। নওগাঁ-৪ মান্দা আসনের সংসদ সদস্য মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক বর্তমান  সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর এটিই তাঁর প্রথম নওগাঁ জেলা সফর। তিনি সড়ক পথে গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় নওগাঁ পৌঁছান।  পরে নওগাঁ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের দেয়া এক সম্বর্ধনাসভায় যোগদান করেন। বিপুল সংখ্যক নিতাকর্মী এ অনুষ্ঠানে যোগদান করেন।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …