এনবিএন ডেক্সঃ নওগাঁর পতœীতলায় এক শিক্ষকের নিকট থেকে ধার নেয়ার নামে ৭ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছে এক ছাত্র। ওই টাকা ব্যবসায় খাটিয়ে নিজে প্রচুর অর্থের মালিক হলেও শিক্ষককে আর টাকা ফেরত দিচ্ছেনা। উক্ত শিক্ষক পতœীতলা উপজেলার কমলাবাড়ি গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মোস্তাফিজুর রহমান প্রদত্ত টাকা আদায়ের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। অবশেষে গত শুক্রবার পতœীতলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, উক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমানের ছাত্র সদর উপজেলার বর্ষাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোখলেছুর রহমান ছিল তার নিকট খুব প্রিয়। মোখলেছুর রহমান গরীব হওয়ায় উক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান সব সময় পড়াশুনার খরচ, টিউশন ফি সহ বিভিন্ন ভাবে তাকে সহযোগিতা করতেন। পড়াশুন শেষ হলেও শিক্ষক ছাত্রের মধ্যে সুসম্পর্ক অটুট থাকে। এরই এক পর্যায়ে ছাত্র মোখলেছুর রহমান ব্যবসা করার জন্য শিক্ষক মোস্তাফিজুর রহমানের নিকট টাকা ধার চায়। সরল বিশ্বাসে মোস্তাফিজুর রহমান নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে গত ২০১০ সালের ৮ ফেব্রুয়ারী ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে ব্যবসা সম্প্রসারনের জন্য আরও ৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করে। মোট ৭ লাখ টাকা যথা সময়ে ফেরত দেয়ার কথা থাকলেও সে আর টাকা ফেরত দেয়না। এদিকে প্রতারক ছাত্র পতœীতলায় উপজেলা সদর নজিপুর হরিরামপুরে আরজিনা কেমিক্যাল ওয়ার্কশ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বিভিন্ন প্রকারের কেমিক্যাল সামগ্রী উৎপাদন করে বাজারজাত করছে। টাকার জন্য প্রায়ই মোখলেছুর রহমানের নিকট ধর্না দিচ্ছেন শিক্ষক মোস্তাফিজুর রহমান। অবশেষে সে তার শিক্ষককে সাফ জানিয়ে দিয়েছে এভাবে বিরক্ত করলে কোন টাকা দিবনা। বাধ্য হয়ে মোস্তাফিজুর রহমান পতœীতলা থানায় গত শুক্রবার সংশ্লিষ্ট বিষয়ে একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …