7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / সন্ত্রাসের অপরাধে চীনে ১১৩ জনের কারাদণ্ড

সন্ত্রাসের অপরাধে চীনে ১১৩ জনের কারাদণ্ড

এনবিএন ডেক্স: চীনের পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্ত্বশাসিত অঞ্চল শিনজিয়াংয়ে সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধে জড়িত থাকার দায়ে ১১৩ জনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। গত বুধবার শিনজিয়াংয়ের কাশগড় এলাকার ১১টি কাউন্টি ও শহরের আদালত এসব রায় ঘোষণা করে। রোববার রাতে শিনজিয়াংয়ের সরকারি নিউজ ওয়েবসাইট তিয়ানশানে এ খবর জানিয়েছেন অঞ্চলটির কর্মকর্তারা। সমপ্রতি চীন শিনজিয়াংয়ের উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের দমন করার ঘোষণা দিয়েছে। অঞ্চলটিতে ও অন্যান্য বেশকিছু এলাকায় কয়েকটি ধারাবাহিক সহিংস হামলার জন্য এসব গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে দেশটির সরকার।
শিনজিয়াংয়ের কাশগড় এলাকায় মুসলিম উইঘুর সমপ্রদায়ের বাস। উইঘুর গোষ্ঠীগুলো ও মানবাধিকার আন্দোলনকারীদের অভিযোগ, শিনজিয়াংয়ে ইসলামের ওপর নিয়ন্ত্রণ আরোপ ও সরকারের অন্যান্য বাড়াবাড়ি ধরনের নীতির কারণে সেখানে অস্থিরতার সৃষ্টি হয়েছে। এসব অভিযোগ অস্বীকার করেছে চীন সরকার। দণ্ডিতদের পরিচয় প্রকাশ না করা হলেও নাম দেখে তাদের উইঘুর সমপ্রদায়ের লোক বলে মনে করা হচ্ছে। সন্ত্রাসী সংগঠন গঠন, নেতৃত্ব দেয়া ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং বহুবিবাহ, মাদক পাচার, ডাকাতিসহ অন্যান্য অপরাধে এসব শাস্তি দেয়া হয়েছে বলে তিয়ানশানের প্রতিবেদনের জানানো হয়েছে। মে মাসে শিনজিয়াংয়ের রাজধানী উরুমকির একটি বাজারে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যা ও এর আগে মার্চে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে ছুরিকাঘাতে ২৯ জনকে হত্যার পর সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে চীন।

আরও পড়ুন...

মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন

আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …