
শিনজিয়াংয়ের কাশগড় এলাকায় মুসলিম উইঘুর সমপ্রদায়ের বাস। উইঘুর গোষ্ঠীগুলো ও মানবাধিকার আন্দোলনকারীদের অভিযোগ, শিনজিয়াংয়ে ইসলামের ওপর নিয়ন্ত্রণ আরোপ ও সরকারের অন্যান্য বাড়াবাড়ি ধরনের নীতির কারণে সেখানে অস্থিরতার সৃষ্টি হয়েছে। এসব অভিযোগ অস্বীকার করেছে চীন সরকার। দণ্ডিতদের পরিচয় প্রকাশ না করা হলেও নাম দেখে তাদের উইঘুর সমপ্রদায়ের লোক বলে মনে করা হচ্ছে। সন্ত্রাসী সংগঠন গঠন, নেতৃত্ব দেয়া ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং বহুবিবাহ, মাদক পাচার, ডাকাতিসহ অন্যান্য অপরাধে এসব শাস্তি দেয়া হয়েছে বলে তিয়ানশানের প্রতিবেদনের জানানো হয়েছে। মে মাসে শিনজিয়াংয়ের রাজধানী উরুমকির একটি বাজারে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যা ও এর আগে মার্চে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে ছুরিকাঘাতে ২৯ জনকে হত্যার পর সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে চীন।