22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / ভোলাহাটে ১৮০০ বোতল ফেন্সিডিলসহ এক নারী গ্রেফতার

ভোলাহাটে ১৮০০ বোতল ফেন্সিডিলসহ এক নারী গ্রেফতার

 ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা বিজিবি ক্যাম্প সংলগ্ন নামোটোলা গ্রামে গোপন সংবাদ পেয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ সংগীয় দারোগা ও ফৌর্স নিয়ে রোববার রাত পৌণে ১০টায়  অভিযান চালিয়ে আতাবুলের স্ত্রী সাগিরা(৩৫)কে ১ এক হাজার ৮ শত বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। এ সময় উদ্ধারকৃত ফেন্সিডিল উপস্থিত এলাকাবাসির উপস্থিতিতে গণনা করে থানায় নিয়ে আসা হয়। এলাকাবাসি অভিযোগ করেছেন, সীমান্তবর্তী বিজিবি ক্যাম্প সংলগ্ন গ্রামে ফেন্সিডিল আসায় বিজিবিকে দায়ী করেন এবং ভারত থেকে ফেন্সিডিল আসা বন্ধের ব্যাপারে বিজিবিকে সক্রিয় হওয়ার আহবান জানান। এ ব্যাপারে অফিসার ইনর্চাজ এস এম আবু ফরহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা হয়েছে  নং ৭ এবং একজন নারী গ্রেফতার হলেও ৫ জন আসামী পলাতক রয়েছে তাদের গ্রেফতার প্রক্রিয়া চলছে বলে জানান।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …