এনবিএন ডেক্সঃ আদিবাসিদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, উচ্ছেদ, হত্যা, ধর্ষণ, অপহরণের বিচার ও পৃথক ভূমি কমিশনের দাবিতে নওগাঁয় আদিবাসিদের গণপদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড় নামক স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় আদিবাসি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র চন্দ্র সরেন, সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, নওগাঁ জেলার সভাপতি আমিন কুজুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আদিবাসি ছাত্র পরিষদের সভাপতি হেমন্ত মাহাতো, রাবি’র সাধারণ সম্পাদক নকুন পাহান প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে আদিবাসিদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, উচ্ছেদ, হত্যা, ধর্ষণ, অপহরণ বন্ধ সহ সুষ্ঠ বিচারের দাবী ও পৃথক ভূমি কমিশনের দাবী জানান। পরে সেখান থেকে গণপদযাত্রা শুরু হয়ে ১২ কিঃমিঃ দুরে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান করা হয়।
Home / সারাদেশ / আদিবাসিদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যার ও পৃথক ভূমি কমিশনের দাবিতে নওগাঁয় আদিবাসিদের গণপদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত!!
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …