22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর রাণীনগরে একদিনের শিশুকে শ্বাসরোধ করে হত্যা ও লাশ গোপন করার অপরাধে মামলা

নওগাঁর রাণীনগরে একদিনের শিশুকে শ্বাসরোধ করে হত্যা ও লাশ গোপন করার অপরাধে মামলা

এনবিএন ডেক্সঃ  দেড় বছর পর ডোবার কচুরিপানার নিচ থেকে উদ্ধারকৃত সদ্যোজাত শিশুর লাশের শ্বাসরোধ করে হত্যার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেছে। গত শুক্রবার ময়নাতদন্ত রিপোর্টের প্রেক্ষিতে নওগাঁর রাণীনগরে একদিনের শিশুকে শ্বাসরোধ করে হত্যা ও লাশ গোপন করার অপরাধে মামলা হয়েছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, গত ২৯/৩/১৩ইং তারিখ সকাল সাড়ে ৬টায় উপজেলার গৌড়দীঘি গ্রামের শ্যামল চন্দ্র প্রাং এর বাড়ির পশ্চিম পাশে নিজস্ব ডোবাতে মাছ ধরার জন্য কচুরিপানার উঠানোর সময় কচুরিপানার নিচে একটি মাটির পাত্রে সদ্যোজান শিশু ছেলের নাড়িভুড়ি বের হওয়া লাশ দেখতে পায়। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করায়। যার ইউডি মামলা নং-০৪। তাং- ২৯/৩/১৩ইং। এ সপ্তাহে শ্বাসরোধ করে হত্যার শিশুটির লাশের ময়না তদন্ত রিপোর্ট পাওয়া যায়। যার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার শ্যামল চন্দ্র প্রাং বাদী হয়ে একদিনের শিশু ছেলেকে শ্বাসরোধ করে হত্যা ও লাশ গোপন করার অপরাধে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …