7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / নওগাঁর বদলগাছীতে গড় শিক্ষার হার ৫০ ভাগের নিচে

নওগাঁর বদলগাছীতে গড় শিক্ষার হার ৫০ ভাগের নিচে

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে গড় শিক্ষার হার শতকরা ৫০ ভাগের নিচে। বিগত ২০১১ সালের জাতীয় আদমশুমারির জরিপ অনুসারে এ তথ্য জানা যায়। ২৪৬টি গ্রাম নিয়ে গঠিত এই উপজেলার মোট জনসংখ্যা ২ লাখ ১৩৪২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬৬ জন, মহিলা ১ লাখ ৭৭৬ জন। ইসলাম ধর্মের সংখ্যা ১ লাখ ৭৪,১৫০ জন, হিন্দু ধর্ম ১৯ হাজার ৯৫৪ জন। বাকি সব বৌদ্ধ খ্রিস্টান ও আদিবাসী। নিরক্ষরতা রোধে ইতিপূর্বে সরকার গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে লেখাপড়ার শিখানোর পাশাপাশি স্বাক্ষর শেখানো হয়। শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিয়ে সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। এই উপজেলায় ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই উপজেলায় সদর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত মোট ১৯টি কিন্ডার গার্ডেন স্কুল গড়ে উঠেছে। এছাড়া ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় উপজেলার অধিকাংশ গ্রামে স্কুল গড়ে তোলা হয়েছে। এসব স্কুলের গত কয়েক বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল আশানুরূপ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডার গার্ডেন স্কুলগুলোতেও ছাত্র-ছাত্রীদের শিক্ষা দানে পিছিয়ে নেই। বিগত প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে পাহাড়পুর এজি মেমোরিয়াল একাডেমি উপজেলায় প্রথম স্থান অধিকার করেন। এই একাডেমি থেকে বিগত সমাপনী পরীক্ষায় ৪৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। পাসের হার শতভাগ। এর মধ্যে ২৫ জন ছাত্র ছাত্রী জিপিএ ৫ এবং ৫ জন ট্যালেন্টপুল ও ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এই একাডেমির পরিচালক মিজানুর রহমান ও প্রধান শিক্ষক আলহাজ মমতাজ উদ্দীন জানান ক্লাসে প্রতিটি ছাত্র-ছাত্রীকে বিশেষ গুরুত্ব
দিয়ে পাঠদান করানো হয়। জন্যই প্রতি বছরই তাদের ফলাফল ভালো। উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানাযায় বদলগাছী উপজেলায় প্রতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল সাফল্য জনক। বিগত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩,৪৪৩ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৩,৩৩৪ জন, পাস করে ৩,২০৪ জন। পরীক্ষায় পাসের হার ৯৯.৩৬% । উপজেলায় প্রতি বছর পাসের হার বৃদ্ধি পেলেও গড় শিক্ষার হার এখনও ৫০ ভাগের নিচে। উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, ২০১১ সালের জাতীয় আদমশুমারির জরিপ অনুসারে বদলগাছী উপজেলায় গড় শিক্ষার হার শতকরা ৪৯.৫%। এর মধ্যে পুরুষ ৫২.৬% ও মহিলা ৪৬.৫%। এ থেকে প্রমাণ করছে প্রতি বছর এখনও অসংখ্য ছেলে-মেয়ে শিক্ষার আলো থেকে ঝরে পড়ছে। এর জন্য দায়ী করা হচ্ছে দরিদ্রতাকে। দেউলিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, সন্ন্যাসতলী নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা ও বদলগাছী পাইলট হাইস্কুলের সহকারি শিক্ষক মোজাফ্ফর হোসেন জানান প্রতি বছর অনেক ছেলেমেয়ে শিক্ষার আলো থেকে ঝরে পড়ছে। এর কারণ দরিদ্রতা। দরিদ্র পরিবারে সন্তানরা অতি অল্প বয়সে সংসারের ঘানি টানতে হয়। সংসারে অভাব অনটনের কারণে শিশুদের দিয়ে অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করানো হয়। আবার অনেক শিশুকে রাস্তাঘাটে রিকশাভ্যান চালাতে দেখা যায়। অথচ এ বয়সে তাদের হেসে খেলে স্কুলে পড়াশুনা করার কথা। আবার অপ্রাপ্ত বয়সী মেয়েদের দিয়ে করানো হচ্ছে ঝিয়ের কাজ। সঙ্গত কারণে গড় শিক্ষার হার শতকরা ৫০ ভাগের নিচে। এমন অভিমত উপজেলার সচেতন মহলের।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …