19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / দূর্নীতির অন্যতম আখড়া নওগাঁর ধামইরহাটে দলিল লেখক সমিতির নিরব ডাকাতি!

দূর্নীতির অন্যতম আখড়া নওগাঁর ধামইরহাটে দলিল লেখক সমিতির নিরব ডাকাতি!

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাট দলিল সমিতির নিরব ডাকাতি চলছে। দলিল লেখকগণ সমিতির নামে ক্রেতাদের নিকট থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ডাকাতির মতো করে আদায় করে। অজ্ঞ জমি ক্রেতাগণকে বিভিন্ন নিয়নের অজুহাতে দেখিয়ে দলিল লেখকগণ এসব টাকা আদায় করে এবং প্রতিদিন সমিতি সদস্যদের মাঝে এসব অবৈধ আদায়ের কালোটাকা ভাগাভাগি করে নেয়। দলিল লেখক সমিতির নিজস্ব আইনের আওতায় জমি ক্রেতা ৫০ হাজার টাকার দলিল করলে সরকারী বিভিন্ন ৫ হাজার বাদেও সমিজির জন্য অতিরিক্ত ৫ হাজার টাকা গুনতে হয়। এসব অবৈধ কালো টাকার দাপটে দলিল লেখকরা যেন আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে এবং ধরাকে সরা জ্ঞান করছে। কালো কাঁচা টাকার প্রভাব যত্রতত্র খাটাচ্ছে, এমন অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত ২৮ মে/১৪ থেকে ২৪ মে ১৪ পর্যন্ত সমিতিতে জমি ক্রেতাদের  নিকট থেকে প্রায় ৪০ লক্ষ টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিয়েছে এবং তা সদস্যরা ভাগ বাটোয়ারা করে নেয়। এক সমীক্ষা চালিয়ে দেখা যায় প্রায় প্রতি মাসে অর্ধ কোটি টাকার মত কালো টাকা উপার্জন করে শুধুমাত্র নাম সর্বস্ব ওই সমিতির নামে। সাধারণদের সঙ্গে দাম মিটানো জমি অবৈধ কালো টাকার জোরে টেক্কাদিয়ে জনৈক দলিল লেখক ক্রয় করেছে বলে এমন অভিযোগও পাওয়া গেছে। ধামইরহাট উপজেলা সদরস্থ চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সিদ্দীক তার পারিবারিক কবরস্থানের জন্য ২ শতক জমি ক্রয় করলে ৭৫ হাজার টাকা মুল্য ধরে ৭ হাজার ৬৫০ টাকা সরকারী ফি সহ তাকে বাধ্য করে ১৫ হাজার টাকা আদায় করে দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গফুর।  এ বিষয়ে জয়নাল আবেদিন একটি অভিযোগ নওগাঁ জেলা রেজিষ্ট্রার, দূর্নীতি দমন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী দপ্তরে দিে য়ও কোন ফল হয়নি বলে তিনি সরকারী কর্মকর্তাদের উপর আস্থা হারিয়ে ফেলেন এবং তারা অনিয়মের সঙ্গে জড়িত বলে দাবী করেন। তবে এ বিষয়ে ধামইরহাট সাব-রেজিষ্ট্রার জানান, অভিযোগ পেয়েছি, দলিল লেখকদের সাথে কথা বলে ব্যবস্থা নিব, জেলা রেজিষ্টারকে ফোন করা হলে তার মোবাইল ফোন রিসিভ হয়নি। সাধারণ মানুষ দলিল লেখকদের এহেন দিনে দুপুরে ডাকাতির হাত থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট  উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করেছেন।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …