স্পোর্টস ডেস্ক : আবারো সামনে সেই হন্ডুরাস এবং কিছু সমীকরণ। তবে এবার আর হতাশা নয়। জেরদান শাচিরির হ্যাটট্রিকে মধ্য আমেরিকার দেশটিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে সুইসজারল্যান্ড। চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এই হন্ডুরাসের সঙ্গে ড্র করেই গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে সুইজারল্যান্ড। বিশ্বকাপের গ্রুপ নির্ধারণের ড্র এবারও গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মুখোমুখি করেছিল। সেরা ষোলোতে উঠতে শুধু জয় নয়, ভাগ্যের ছোঁয়াও লাগতো ইউরোপের দেশটির। তবে ফ্রান্স ও ইকুয়েডরের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় কোনো জটিলতা ছাড়ায় ই গ্রুপের রানার্সআপ হয়ে পরের রাউন্ডের টিকেট পেল সুইজারল্যান্ড। সেরা ষোলোতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ এফ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের সেরা ফ্রান্স দ্বিতীয় রাউন্ডে খেলবে এফ গ্রুপের রানার্সআপ নাইজেরিয়ার বিপক্ষে। বুধবার মানাউসের আরেনা আমাজনিয়ায় শুরু থেকেই আক্রমণে নামে সুইসরা। ফল পেতেও দেরি হয়নি দলটির। ষষ্ঠ মিনিটে শাচিরির প্রথম গোল এগিয়ে দেয় সুইজারল্যান্ডকে। স্টেফান লিশটস্টাইনারের বাড়ানো বল পেয়ে কিছুটা কোনাকুনি দৌড়ে ডি বক্সের অনেকটা বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান বায়ার্ন মিউনিখের ওই মিডফিল্ডার। পেছনে এক জন এবং সামনে প্রতিপক্ষের আরো দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে অতর্কিত শট নিয়েছিলেন।
ধারাবাহিক আক্রমণ করে যাওয়া সুইজারল্যান্ডের ব্যবধান দ্বিগুণ হয় ৩১তম মিনিটে। ইয়োসিপ দারমিচের পাস পেয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে খুব সহজেই পরাস্ত করে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন শাচিরি। ৭১তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি নকআউট পর্বও নিশ্চিত করেন শাচিরি। সাহায্যের ভূমিকায় আবারো আবারো ওই ফরোয়ার্ড দারমিচ। ড্রিবল করে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পরাস্ত করে শাচিরির দিকে বল বাড়ান দারমিচ। বল জালে পাঠাতে কোনো ভুল করেননি শাচিরি।
জ্বেলে উঠলেন জেরদান শাচিরিওস্পার্টস ডেস্ক : ব্রাজিলের যেমন নেইমার, আর্জেন্টিনার লিওনেল মেসি, সুইজারল্যান্ডের তেমনি জেরদান শাচিরি। কিন্তু সুইজারল্যান্ডের এই বিশ্বকাপ-ভরসা প্রথম দুই ম্যাচে পর্তুগালের রোনালদোর মতো নিষপ্রভ হয়েই ছিলেন। তবে দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন শাচিরি। অসাধারণ এক হ্যাটট্রিক করে জানান দিলেন, মেসি-নেইমারের সঙ্গে তিনিও আছেন।
কসোভোয় জন্ম নেয়া শাচিরির খেলা দেখে সুইজারল্যান্ডের মানুষ আপ্লুত হয়। বল নিয়ে তার কারিকুরি দেখে তারা মুগ্ধ হয়ে ভাবে, তাদের বিশ্বকাপ-স্বপ্নের বাহক হয় ফুটবল-পাঠ নিয়েছেন দক্ষিণ আমেরিকার রাস্তায়। ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় শাচিরির। ২০১১ সালে সেই সেই তরুণ বয়সেই সুইজারল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। সেই থেকেই ২২ বছর বয়সী শাচিরি তার প্রতিভার ঝলক দেখিয়ে আসছেন। বুলগেরিয়ার বিপক্ষে ইউরো ২০১২-এর বাছাইপর্বে দারুণ এক হ্যাটট্রিক করেন। বায়ার্ন মিউনিখের হয়েও মাঝেমধ্যেই জ্বলে উঠছেন এই সুইস তারকা। শাচিরির সমস্যা একটাই-ক্লাব, কি বিশ্বমঞ্চ, কোথাও তিনি ধারাবাহিক নন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে তেমন ভালো কিছু করতে পারেননি। পেশির চোটে ভুগেছেন অনেক দিন। সব মিলিয়ে তাকে ঘিরেও একটা কথা ভেসে বেড়াচ্ছিল-আরো অনেক প্রতিভার মতো শাচিরিও হয়ত বিকশিত না হওয়া ঝরে পড়া ফুল হবেন। ব্রাজিল বিশ্বকাপে সুইজারল্যান্ডের প্রথম দুই ম্যাচের পর এটি আরো বেশি করে উঠতে শুরু করে। প্রত্যাশার ভার সইতে না পেরে বুধবার মানাউসে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের আগে তিনি অভিযোগের সুরে বলেছিলেন, বিষয়টি তার ওপরে নেই। তাকে নিয়ে একটু বেশিই সমালোচনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মানাউসেই জ্বলে উঠলেন শাচিরি। এত দিন সবাই যেটা প্রত্যাশা করে আসছিলেন, সেটা মেটালেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে ৫০তম হ্যাটট্রিক উপহার দিয়ে দলকে তুলে নিলেন দ্বিতীয় রাউন্ডে। ষষ্ঠ মিনিটে তার করা প্রথম গোল ইরানের বিপক্ষে মেসির গোলটিকে মনে করিয়ে দিয়েছে সবাইকে। টাচলাইনের কাছ থেকে বল নিয়ে পাহারায় থাকা খেলোয়াড়কে ছিটকে ফেলেন শাচিরি। এর পর ২৫ মিটার দূর থেকে কামান-গতির শটে বল হন্ডুরাসের জালে পাঠান। পরের গোলটি নিখুঁত ফিনিশিংয়ের অসাধারণ এক উদাহরণ হয়ে থাকবে। এর পর ইয়োসিপ দারমিচের পাস থেকে ১৯৫৪ সালের পর সুইজারল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন শাচিরি। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ড মুখোমুখি হবে আর্জেন্টিনার। আগামী মঙ্গলবারের এই ম্যাচে কী আবার জ্বলে উঠতে পারবেন শাচিরি?
আরও পড়ুন...
খেলাধুলার চর্চা বাড়ানোর আহবান খাদ্যমন্ত্রীর
এনবিএন ডেক্সঃ মাদকমুক্ত যুবসমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার বিকালে …