সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেল ৫টায় সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে সুইপার কল্যাণ ইউনিয়নের সাবেক সভপতি আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুইপার কল্যাণ ইউনিয়নের সভাপতি শামসুর রহমান, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনি হেলা, জমাদ্দার, আকবার আলী সানা প্রমুখ। সভায় সুইপার কল্যাণ ইউনিয়নের কর্মচারীদের বেতন বৃদ্ধি, পোষাক ও তাদের কাজে ব্যবহৃত উন্নতমানের যন্ত্রপাতি সহ বিভিন্ন দাবী করেন। তারা আরো বলেন, আগামী ৩০ জুনের মধ্যে তাদের দাবী না মানলে পরবর্তীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় বক্তারা বলেন, সুইপারদের বর্তমান বেতন ২ হাজার টাকা এবং লেবারদের বেতন ৩৭,০০ টাকা। এই সামান্য টাকায় বর্তমান দ্রব্য মূল্যের বাজারে সংসার চলে? এসময় বক্তারা সুইপারের নূন্যতম বেতন ৪ হাজার এবং লেবারদের বেতন ৭ হাজার টাকা নির্ধারণের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট আবেদন জানান। মতবিনিময় সভায় সুইপার কল্যাণ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …