21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সাতক্ষীরার কালীগঞ্জে গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার

সাতক্ষীরার কালীগঞ্জে গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের চিংড়ি ঘের থেকে বিউটি পারভীন নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর একটার দিকে কালিগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত গৃহবধু সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের নাজমুল মোড়লের স্ত্রী ও একই গ্রামের নূর মোহাম্মদ ঢালীর কন্যা বলে জানায় পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, অর্ধ গলিত লাশের পায়ে কাদা মাখা জুতা, পরনে শালোয়ার কামিজ ও পাশে কালো রঙ্গের একটি ভ্যানিটি ব্যাগ ছিল। বিউটি পারিভনকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার বিকালে নুর মোহাম্মদ ঢালী বাদি হয়ে নাজমুল মোড়লকে প্রধান আসামী করে বুধবার সন্ধ্যায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিউটির লাশ উদ্ধারের পর থেকে নাজমুল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …