ব্রাজিল বিশ্বকাপের প্রথম পর্ব শেষের পথে। আজই শেষ হচ্ছে এই পর্ব। গত ১২ জুন সাও পাওলোতে ৩২টি দল নিয়ে শুরু হয়েছিল গ্রুপভিত্তিক পর্বটি। ইতিমধ্যে ১৩টি দল বিশ্ব সেরা আসর থেকে বিদায় নিয়েছে। আজ বিদায় নেবে আরও ৩টি দল। বাকি ১৬টি দল থেকে যাবে নকআউট পর্বের জন্য। যা শুরু হবে স্বাগতিক ব্রাজিল ও চিলির ম্যাচ দিয়ে আগামী ২৮ জুন। গ্রুপ পর্বের তৃতীয় তথা শেষ দিনে ৪টি দল মাঠে নামছে আজ। জি গ্রুপের ম্যাচে পর্তুগাল ও ঘানা মুখোমুখি হবে। রাত ১০টায় রয়েছে আরেকটি ম্যাচ। রেসিফিতে যুক্তরাষ্ট্র লড়বে শক্তিশালী জার্মানির বিরুদ্ধে। রাত ২টায় আরও ২টি ম্যাচ। সাও পাওলোতে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া মোকাবিলা করবে বেলজিয়ামের। আর কুরিচিবাতে রাশিয়ার বিরুদ্ধে খেলবে আলজেরিয়া।
অঘটনের প্রথম পর্বে ইতিমধ্যে বিদায় নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সাথে আরও সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ইতালি। ইউরোপের এই তিন দেশের পথ ধরে বিদায় নিতে পারে পর্তুগালও। ২ ম্যাচ খেলে তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। ব্রাজিলিয়ায় আজ তাদের শুধু ঘানাকে হারালেই চলবে না। অপেক্ষায় থাকতে হবে যুক্তরাষ্ট্র ও জার্মানির ম্যাচের ফলাফল কি হয়। এ ম্যাচ ড্র হয়ে জিতেও লাভ হবে না ক্রিশ্চিয়ারো রোনালদোদের। বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। কারণ জার্মানি ও যুক্তরাষ্ট্রের খাতায় রয়েছে ৪ পয়েন্ট করে। আজকের ম্যাচ ড্র হলে তাদের হবে ৫ পয়েন্ট। পর্তুগালের সম্ভাবনা টিকে থাকবে জার্মানি যদি জিতে। সে ক্ষেত্রে পর্তুগাল কত গোলে জিততে পারে সেটাও গণ্য হবে। অন্যদিকে ঘানাকেও হারাতে হবে বেশ বড় ব্যবধানে। তাই বলা যায়, পর্তুগালের অবস্থা মোটেও ভালো নয়। ভালো না থাকার কারণও তারাই। প্রথম ম্যাচে ৪-০ গোলে তারা হেরেছে জার্মানির কাছে। যুক্তরাষ্ট্রের কাছে তো প্রায় হেরেই বসেছিল। কিন্তু রক্ষা, অতিরিক্ত সময়ের ৫ম মিনিটে গোল পাওয়ায় মার্কিনীদের সাথে ড্র করতে সক্ষম হয় পর্তুগিজরা। ২-২ গোলে ঐ ম্যাচ ড্র হয়। ঘানাকে হারানো তাদের পক্ষে সহজ হবে না। যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হারলেও ঘানানিয়ানরা জার্মানিকে ২-২ গোলে রুখে দেয়। ঘানাকে নূ্যনতম ৩-০ ব্যবধানে জিততে হবে পর্তুগালের বিরুদ্ধে। তার চেয়ে বড় কথা, অন্য ম্যাচে জার্মানির কাছে হারতেই হবে যুক্তরাষ্ট্রকে। পর্তুগাল ও ঘানার সামনে জটিল সমীকরণ থাকলেও জার্মানি ও যুক্তরাষ্ট্রের কাছে খুব সহজ। ড্র করলেও তারা শেষ ষোলতে পেঁৗছে যাবে। রাতে যে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে সমীকরণটা কারও জন্য সহজ। আবার কারও জন্য কঠিন। এইচ গ্রুপ থেকে ইতিমধ্যে বেলজিয়াম দুই জয় নিয়ে পেঁৗছে গেছে নকআউট পর্বে। তারা দক্ষিণ কোরিয়ার মোকাবিলা করবে। এই ম্যাচ বড় ব্যবধানে জিতলেও কোরিয়ানদের অপেক্ষায় থাকতে হবে। দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। অন্যদিকে আলজেরিয়ার ৩ ও রাশিয়ার ১ পয়েন্ট। রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার অবস্থা একই রকম। তাদের বেশ বড় ব্যবধানে জিততে হবে। কিন্তু যার গোল বেশি হবে, সেই টিকতে পারবে। আর যদি দুই ম্যাচই ড্র হয়, তাহলে অনায়াসে বেলজিয়ামের পিছু নেবে আফ্রিকান দেশ আলজেরিয়া। এবারের বিশ্বকাপে তারা বেশ ভালো খেলছে। এদিকে, প্রথম পর্বের গন্ডি ইতিমধ্যে পেরিয়েছে স্বাগতিক ব্রাজিল, মেক্সিকো, নেদারল্যান্ডস, চিলি, কলম্বিয়া, গ্রিস, কোস্টারিকা, উরুগুয়ে, ফ্রান্স, আর্জেন্টিনা ও বেলজিয়াম। আর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রোস্টারিকা, ক্যামেরুন, স্পেন, অস্ট্রেলিয়া, আইভরি কোস্ট, জাপান, ইতালি, ইংল্যান্ড ও বসনিয়া। আর ইকুয়েডর, সুইজারল্যান্ড, হন্ডুরাস, নাইজেরিয়া ও ইরানের ভাগ্যও ইতিমধ্যে নির্ধারণ হয়ে গেছে। এর মধ্য থেকে ২টি দল নকআউট পর্বে উঠবে। আর বাকিরা ফিরে যাবে দেশে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক কোস্টারিকা। তারা ইতালি ও উরুগুয়েকে হারিয়ে এবং ইংল্যান্ডের সাথে ড্র করে ডি গ্রুপ থেকে শীর্ষ দল হয়ে নকআউট পর্বে উঠেছে। সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নদের মধ্য থেকে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা চমকপ্রদ ঘটনাই। এখন দেখা যাক দ্বিতীয় পর্বে আর কত চমক অপেক্ষা করছে।
অঘটনের প্রথম পর্বে ইতিমধ্যে বিদায় নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সাথে আরও সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ইতালি। ইউরোপের এই তিন দেশের পথ ধরে বিদায় নিতে পারে পর্তুগালও। ২ ম্যাচ খেলে তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। ব্রাজিলিয়ায় আজ তাদের শুধু ঘানাকে হারালেই চলবে না। অপেক্ষায় থাকতে হবে যুক্তরাষ্ট্র ও জার্মানির ম্যাচের ফলাফল কি হয়। এ ম্যাচ ড্র হয়ে জিতেও লাভ হবে না ক্রিশ্চিয়ারো রোনালদোদের। বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। কারণ জার্মানি ও যুক্তরাষ্ট্রের খাতায় রয়েছে ৪ পয়েন্ট করে। আজকের ম্যাচ ড্র হলে তাদের হবে ৫ পয়েন্ট। পর্তুগালের সম্ভাবনা টিকে থাকবে জার্মানি যদি জিতে। সে ক্ষেত্রে পর্তুগাল কত গোলে জিততে পারে সেটাও গণ্য হবে। অন্যদিকে ঘানাকেও হারাতে হবে বেশ বড় ব্যবধানে। তাই বলা যায়, পর্তুগালের অবস্থা মোটেও ভালো নয়। ভালো না থাকার কারণও তারাই। প্রথম ম্যাচে ৪-০ গোলে তারা হেরেছে জার্মানির কাছে। যুক্তরাষ্ট্রের কাছে তো প্রায় হেরেই বসেছিল। কিন্তু রক্ষা, অতিরিক্ত সময়ের ৫ম মিনিটে গোল পাওয়ায় মার্কিনীদের সাথে ড্র করতে সক্ষম হয় পর্তুগিজরা। ২-২ গোলে ঐ ম্যাচ ড্র হয়। ঘানাকে হারানো তাদের পক্ষে সহজ হবে না। যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হারলেও ঘানানিয়ানরা জার্মানিকে ২-২ গোলে রুখে দেয়। ঘানাকে নূ্যনতম ৩-০ ব্যবধানে জিততে হবে পর্তুগালের বিরুদ্ধে। তার চেয়ে বড় কথা, অন্য ম্যাচে জার্মানির কাছে হারতেই হবে যুক্তরাষ্ট্রকে। পর্তুগাল ও ঘানার সামনে জটিল সমীকরণ থাকলেও জার্মানি ও যুক্তরাষ্ট্রের কাছে খুব সহজ। ড্র করলেও তারা শেষ ষোলতে পেঁৗছে যাবে। রাতে যে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে সমীকরণটা কারও জন্য সহজ। আবার কারও জন্য কঠিন। এইচ গ্রুপ থেকে ইতিমধ্যে বেলজিয়াম দুই জয় নিয়ে পেঁৗছে গেছে নকআউট পর্বে। তারা দক্ষিণ কোরিয়ার মোকাবিলা করবে। এই ম্যাচ বড় ব্যবধানে জিতলেও কোরিয়ানদের অপেক্ষায় থাকতে হবে। দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। অন্যদিকে আলজেরিয়ার ৩ ও রাশিয়ার ১ পয়েন্ট। রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার অবস্থা একই রকম। তাদের বেশ বড় ব্যবধানে জিততে হবে। কিন্তু যার গোল বেশি হবে, সেই টিকতে পারবে। আর যদি দুই ম্যাচই ড্র হয়, তাহলে অনায়াসে বেলজিয়ামের পিছু নেবে আফ্রিকান দেশ আলজেরিয়া। এবারের বিশ্বকাপে তারা বেশ ভালো খেলছে। এদিকে, প্রথম পর্বের গন্ডি ইতিমধ্যে পেরিয়েছে স্বাগতিক ব্রাজিল, মেক্সিকো, নেদারল্যান্ডস, চিলি, কলম্বিয়া, গ্রিস, কোস্টারিকা, উরুগুয়ে, ফ্রান্স, আর্জেন্টিনা ও বেলজিয়াম। আর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রোস্টারিকা, ক্যামেরুন, স্পেন, অস্ট্রেলিয়া, আইভরি কোস্ট, জাপান, ইতালি, ইংল্যান্ড ও বসনিয়া। আর ইকুয়েডর, সুইজারল্যান্ড, হন্ডুরাস, নাইজেরিয়া ও ইরানের ভাগ্যও ইতিমধ্যে নির্ধারণ হয়ে গেছে। এর মধ্য থেকে ২টি দল নকআউট পর্বে উঠবে। আর বাকিরা ফিরে যাবে দেশে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক কোস্টারিকা। তারা ইতালি ও উরুগুয়েকে হারিয়ে এবং ইংল্যান্ডের সাথে ড্র করে ডি গ্রুপ থেকে শীর্ষ দল হয়ে নকআউট পর্বে উঠেছে। সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নদের মধ্য থেকে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা চমকপ্রদ ঘটনাই। এখন দেখা যাক দ্বিতীয় পর্বে আর কত চমক অপেক্ষা করছে।