সাতক্ষীরা প্রতিনিধি: “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান একটি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান। দেশে শিক্ষা’র হার বৃদ্ধি পেলেও হাজার হাজার শিক্ষার্থী বেকারত্বে জীবন যাপন করছে। কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে পারবে। জননেত্রী শেখ হাসিনা দিন বদলের যে স্বপ্ন দেখিয়েছেন, ভিশন ২০২১ ডিডিটাল বাংলাদেশের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এজন্য প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে কারিগরি শিক্ষার্থীরা বিশেষ ভূমিকা রাখবে।” শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি. এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. দিলারা বেগম এসব কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপ্যাল আমানুল্লাহ আল হাদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা কলেজের অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটি’র সমন্বয়ক ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের আলী, সদস্য সচিব নিত্যানন্দ সরকার, অধ্যক্ষ খান আশরাফ আলী, অলক সরকার, ড. নজমুল হক। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সীমান্ত টেকনিক্যাল কলেজ ও সেমিনারের সদস্য সচিব অধ্যক্ষ তপন কুমার শীল।
Home / সারাদেশ / কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেমিনারে বক্তারা কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে পারবে
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …