20 Magh 1431 বঙ্গাব্দ রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / ফের শাস্তির মুখোমুখি সাকিব

ফের শাস্তির মুখোমুখি সাকিব

স্পোর্টস রিপোর্টার : আবারো বড় ধরনের শাস্তির মুখে পড়ছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকতা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বোর্ডের সঙ্গে আলোচনা করেই সাকিবের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হবে। এ বিষয়ে কথা বলবো। গত রোববার ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচটি মিরপুরের ভিআইপি গ্যালরিতে (হসপিটালিটি বক্স-৬) বসে উপভোগ করেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ওই গ্যালারির নিচে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছিল ৫ থেকে ৬ জনের একদল তরুণ সমর্থক। খেলা চলাকালীন নানাভাবে তারা শিশিরকে উত্ত্যক্ত এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে। মাঝপথে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায় শিশিরের খবর নিতে যান সাকিব। তখন শিশির বিষয়টি নিয়ে সাকিবের কাছে অভিযোগ জানান। পরে ওই বখাটেদের বিসিবির অফিসে নিয়ে যায় কর্মকর্তারা। সেখানে তাদের উত্তম-মধ্যম দেয়া হয়। স্ত্রীকে টিজ করায় সাকিবও বখাটেদের গায়ে হাত তোলেন। পরে অবশ্য বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টি মিমাংসা করেন। কিন্তু নিয়মানুযায়ী খেলা চলার সময় কোনো ক্রিকেটার ম্যানেজম্যান্টের অনুমতি না নিয়ে ড্রেসিং রুম ত্যাগ করতে পারে না। সে অনুযায়ী বিসিবি প্রণীত কোড অব কন্ডাক্ট বা আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হচ্ছেন সাকিব। এর আগে গত ২০ ফেব্রুয়ারি মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলার সময় ‘অশ্লীল’ অঙ্গভঙ্গির দায়ে ৩টি ওয়ানডে একই সঙ্গে ৩ লাখ টাকা জরিমানা করা করা হয় সাকিবকে। পরে সাকিব সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেন।
সাকিবের স্ত্রীকে উক্তক্তকারীর জামিন
নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরকে উত্যক্তকারী রাহিদ রহমানকে জামিন দিয়েছেন আদালত। গতকাল ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। গত ১৫ জুন ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে সাকিবের স্ত্রীকে টিজ করেন রাহিদ। গত ১৬ জুন সাকিব বাদি হয়ে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ১৮ জুন রাতে রাহিদ রহমান (২৩) নামের ওই যুবককে তার বনানী ১০ নম্বর রোডের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তার বাবার নাম বজলুর রহমান। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

আরও পড়ুন...

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ  নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। …