23 Bhadro 1432 বঙ্গাব্দ রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বিসিকের উদ্যোগে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত!!

নওগাঁয় বিসিকের উদ্যোগে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত!!

এনবিএন ডেক্সঃ শিল্প সহায়ক কেন্দ্র, বিসিক, নওগাঁর উদ্যোগে বিসিক অফিস ভবনে সম্প্রতি শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন বিসিক, নওগাঁ জেলা ব্যবস্থাপক কে, এম, মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিসিক নওগাঁর সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত কুমার মন্ডল, নওগাঁর বিসিক সভাপতি মোঃ আব্দুল বারিক ও শিল্পপতি বদরুজ্জামান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আমাদের দেশ যদিও কৃষি প্রধান কিন্তু কৃষিতে আর কর্মসংস্থানের সুযোগ নাই তাই ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ব্যাপারে যুবকদের এগিয়ে আসার আহব্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে কে, এম, মোখলেছুর রহমান বলেন বিসিকের প্রধান কাজ হলো কত কম টাকায় কর্মসংস্থান সৃষ্টি করা যায় এ ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। তিনি যুবকদের শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার আহবান জানান।

আরও পড়ুন...

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …