8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / ইরাক বিষয়ে কংগ্রেসকে ‘পাশ কাটাবেন’ ওবামা

ইরাক বিষয়ে কংগ্রেসকে ‘পাশ কাটাবেন’ ওবামা

এনবিএন ডেক্স: সুনি্ন বিদ্রোহী দমনে ইরাকে কোনো পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের অনুমতির প্রয়োজন নেই বলে জ্যেষ্ঠ কংগ্রেস সদস্যদের জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার ক্ষমতাসীন ডেমক্রেট ও বিরোধী রিপাবলিকান দলের জ্যেষ্ঠ কংগ্রেস সদস্যদের সঙ্গে ওবামা বৈঠক করেন বলে বিবিসি জানিয়েছে। দি ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড লেভান্তের (আইএসআইএল) সামপ্রতিক উত্থানে মার্কিন প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে আলোচনার জন্য বুধবার প্রেসিডেন্ট ওবামা কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে হোয়াইট হাউজে এই বৈঠক করেছেন। বৈঠকের পর কংগ্রেসম্যান মিচ ম্যাককনেল সাংবাদিকদের বলেন, “ইরাকে কোনো ব্যবস্থা নিতে আমাদের কোন অনুমতি নেয়ার প্রয়োজন আছে বলে প্রেসিডেন্ট মনে করেন না।” বিবিসির সাংবাদিকরা বলছেন, ইরাকে কোনো সামরিক পদক্ষেপ নিতে যদি কংগ্রেসের অনুমতি নিতে হয় তাই এর মাধ্যমে সে বির্তক এড়িয়ে গেল হোয়াইট হাউজ। ২০১৩ সালেও সিরিয়ায় সম্ভাব্য আক্রমণে সমর্থন না দেয়ার আশঙ্কা হলে ওবামা সে সময় কংগ্রেসের অনুমতির দারস্থ হননি। এদিকে, আইএসআইএল জঙ্গিরা কয়েক সপ্তাহ ধরে ইরাকের বেশ কয়েকটি শহর দখল করে রাখায় তাদের উপর যুক্তরাষ্ট্রকে বিমান হামলা চালানোর অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করছেন মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা। আইএসআইএস ও তাদের সুনি্ন মুসলিম মিত্ররা ইরাকের দ্বিতীয় প্রধান শহর মসুল দখলের পর দিয়ালা ও সালাউদ্দিন প্রদেশ দুটিও দখলের জন্য অগ্রসর হচ্ছে বলে খবর এসেছে। ইরাকি বাহিনীকে যুক্তরাষ্ট্র কী কী সহযোগিতা করতে পারে সেসব বিষয় নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকির মধ্যে আলোচনাও হয়েছে। এই দুই নেতা সুবিধাজনক অবস্থায় চলে আসা সন্ত্রাসীদের আগের অবস্থানে ফিরিয়ে নিতে বিভিন্ন উপায় বিবেচনা করেছেন বলে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়। বিমান হামলা থেকে শুরু করে ইরাকি বাহিনীকে উন্নততর প্রশিক্ষণ দেয়া অথবা ন্যূনতম সেখানে কিছু পর্যবেক্ষণকারী ড্রোন পাঠানোর মত অনেক ধরনের পদক্ষেপ নেয়ার সুযোগ ওবামার হাতে রয়েছে বলে মনে করেন বিবিসির নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক ফ্রাঙ্ক গার্ডনার। অপরদিকে বুধবারের বৈঠকের আগে ডেমক্রেট দলীয় সিনেটর হ্যারি রেইড বলেন, ইরাকি গৃহযুদ্ধে মার্কিন সৈন্য পাঠানো তিনি কোনভাবেই সমর্থন করেন না। শিয়া মুসলিমদের সুবিধা দেয়া ও সুনি্নদের বিচ্ছিন্ন করার অভিযোগে অভিযুক্ত নূরি আল মালিকি প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিযেছে বলেও মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে অনেকে মনে করেন। বুধবার কংগ্রেসের শুনানিতে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা চাক হেগেল বলেন, ইরাকের বর্তমান সরকার কখনই প্রত্যাশা পূরণ করতে পারবে না। শিয়া, সুনি্ন ও কুর্দিদের নিয়ে ঐক্যমতের সরকার গঠন করতে হবে। প্রসঙ্গত, আফগানিস্তানে তালিবানদের হাতে আটক সেনাবাহিনীর সার্জেন্ট বোয়ি বার্গডালকে ছাড়িয়ে আনতে গুয়ানতানামো কারাগারের পাঁচবন্দিকে ছেড়ে দেয় যুক্তরাষ্ট্র। এ নিয়ে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করা হয়নি বলে এ মাসের শুরুর দিকে অভিযোগ করেন মার্কিন আইনপ্রণেতারা।

আরও পড়ুন...

মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন

আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …