7 Srabon 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / ইরাকি বাহিনীর সাথে জঙ্গিদের সংঘর্ষ চলছে

ইরাকি বাহিনীর সাথে জঙ্গিদের সংঘর্ষ চলছে

এনবিএন ডেক্স: ইরাকের বৃহত্তম তেল কুপ সুনি্ন জঙ্গিদের কাছ থেকে উদ্ধারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ খবর অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে। খবর বিবিসি অনলাইন।
একজন সামরিক মুখপাত্র জানান, জিহাদিস্ট ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভ্যান্ট (আইএসআইএস) জঙ্গিদের ক্রমাগত আক্রমণে সরকারি বাহিনী কুলিয়ে উঠতে পারছেন না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক সরকারের অনুরোধের প্রেক্ষিতে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর ইরাকি বাহিনী এই অভিযান শুরু করে। গতকাল বুধবার দিন ও রাত মিলিয়ে হামলায় সর্বমোট ৪০ জন নিহত হয়। গত সপ্তাহে ইরাকের উত্তরাঞ্চলের কয়েকটি শহর দখলে নেয় আইএসআইএস। এরপর রাজধানী বাগদাদসহ দক্ষিণাঞ্চলের আরো শহর নিয়ন্ত্রণের হুমকি দেয়। এরমধ্যে গতকাল বুধবার বাগদাদ থেকে ১৩০ মাইল উত্তরে বাইজি শোধনাগার দখলে নেয় জঙ্গিরা। আজ তারা সেখানে কালো পতাকা ওড়ায়। তেল শোধনাগারের ভেতরে শ্রমিকরা আটকা পড়েছেন। ওই এলাকায় কমর্রত কিছু শ্রমিক জানায়, জঙ্গিরা তেল শোধনাগারের প্রায় পুরোটাই দখলে নিয়ে নিয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ …