নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে রেলওয়ে প্লাটফরম সংলগ্ন আত্রাই-পতিসর সড়কে রেলের জায়গায় দীর্ঘদিন থেকে একটি বড় আমগাছ মরে যাওয়ায় এ গাছটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার লিখিতভাবে জানালেও তারা এর কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এদিকে স্থানীয় প্রভাবশালীরা রেলের জায়গা দখলের জন্য কৌশলে এ গাছটি মেরে ফেলেছে বলেও অভিযোগ উঠেছে। জানা যায়, আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমের পশ্চিমে ও আত্রাই-পতিসর সড়কের পূর্ব পাশে বিশাল আকৃতির কয়েকটি আমগাছ রয়েছে। এর মধ্যে রেলের জায়গা দখলের জন্য ইতিপূর্বে কয়েকটি আমগাছ অপসারিত করা হয়েছে। অভিযোগ রয়েছে বিভিন্ন কৌশলে এ গাছগুলো মেরে ফেলে রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে মরা গাছ দেখিয়ে সেগুলো অপসারণ করে ওই জায়গাগুলোতে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক কেন্দ্র। এরই ধারাবাহিকতায় এ গাছটি মেরে ফেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। এদিকে গাছটি মরে যাওয়ার পরও তা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় পথচারী ও সাধারণ লোকজন আতঙ্কিত রয়েছে। ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বিপুল সংখ্যক সিএনজি, ভটভটি, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহন এবং ট্রেনযাত্রীরা চলাচল করে থাকে। যে কোন সময় এ গাছটি ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল। এ ব্যাপারে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর পর তারা এটি নিলামে বিক্রয় করবেন বলে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এ সংক্রান্ত আদেশ আমার হস্তগত হয়নি।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …