হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁয়ের হরিপুরে পারিবারিক জায়গা-জমির বিরোধের জের ধরে গতকাল শনিবার সকালে দামোল গ্রামে আইনাল হক (৬০) কে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার জানিয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে। এরা হলো, উপজেলার দামোল গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোস্তাফা (৬৫), তার ছেলে শওকত (৪৫) ও মৃত- মুনসুর আলীর ছেলে রহিম (২৫)।
জানা যায়, গতকাল শনিবার সকালে আইনাল হক বাড়ীর দক্ষিণ পূর্ব দিকে ১ কিঃমিঃ দূরে তার ফসল দেখতে মাঠে যায়। এসময় পূর্বপকিল্পিতভাবে অৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে মুখে মাটির দলা ঘুকিয়ে পালিয়ে যায়। সকাল ৭.৩০ মিনিটে লোক মূখে সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাকে মাঠ থেকে তুলে আনে হরিপুর হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার তার অবস্থা আশংকাজনক ভেবে দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। দিনাজপুর যাওয়ার পথে সে মারা যায়। হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান হত্যার বিষয়ে নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে এবং এজাহারভূক্ত আসামীদের মধ্যে ৩জন কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরার অভিযান চলছে।