ঘূর্ণিঝড়ে শত বছরের একটি পুরাতন এন্টি কড়ই গাছ পড়ে গণকপাড়া কলেজের ৬টি শ্রেণী কক্ষ বিধ্বস্ত হয়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কলেজের ওই ভবনটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বগুড়ার সোনাতলা উপজেলার সীমানা হতে মাত্র ১ কিলোমিটার পূর্বে অবস্থিত গণকপাড়া কলেজ। ১৯৯৮ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর ওই কলেজের ফলাফল উপজেলার অন্যসব কলেজের চাইতে শীর্ষে। কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে তিনশ’। অপরদিকে সারিয়াকান্দি উপজেলা সদর থেকে প্রায় ১৩/১৪ কিলোমিটার উত্তরে বেশ মনোরম পরিবেশে ওই কলেজটি প্রতিষ্ঠিত। দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় কলেজটি প্রতিষ্ঠিত হওয়ায় প্রতিষ্ঠার ১৬ বছরেও প্রতিষ্ঠানটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। সরকার আসে সরকার যায় তাদের দলীয় নেতাকর্মী ও এমপিরা প্রতিশ্রুতি দিলেও কলেজটি নানা সমস্যায় জর্জরিত। কলেজটি স্থাপনকালে কর্তৃপক্ষ ১১০ হাত আধাপাকা ৬কক্ষ বিশিষ্ট টিনসেড ঘর নির্মাণ করে। গত রোববার বিকালে ওই এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ওই প্রতিষ্ঠানের একটি শতবর্ষী এন্টি কড়ই গাছ আধাপাকা ওই ঘরের উপর পড়ে দুমড়ে মুচড়ে যায়। ফলে শ্রেণী কক্ষগুলোতে রাখা প্রায় দেড়শ’ জোড়া বেঞ্চ ভেঙ্গে চুরমার হয়ে যায়। এ ছাড়াও শ্রেণীকক্ষগুলোতে রাখা আসবাবপত্র নষ্ট হয়। এতে করে ওই প্রতিষ্ঠানের প্রায় ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে কলেজ সূত্রে জানা গেছে। এ ছাড়াও কলেজটির খেলার মাঠে মাটি ভরাট না থাকায় সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে যায়। ফলে ছাত্রছাত্রীরা বিনোদনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এব্যাপারে ওই কলেজ গর্ভনিং বডির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ বাদশা জানান, বর্তমান সরকার শিক্ষা সহায়ক সরকার। সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি নিরক্ষরমুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ নাদির শাহ জানান, বিধ্বস্ত হওয়া শ্রেণীকক্ষগুলো মেরামতের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন...
নওগাঁয় বাস ডাকাতির ৬ ডাকাত গ্রেফতার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে …