29 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ১২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / ইরাকের আরও একটি শহর সুনি্নদের দখলে

ইরাকের আরও একটি শহর সুনি্নদের দখলে

এনবিএন ডেক্স: উত্তর ইরাকের আরো একটি শহর সুনি্ন জঙ্গিরা দখল করে নিয়েছে। সোমবার খুব ভোরে সিরিয়ামুখী মহাসড়কসহ তাল আফার শহর তারা দখল করে নেয়।
আল আফার শহরের মেয়র আবদুলাল আব্দুল জানান, এ শহরে মোট দুই লাখ মানুষের বসবাস। তিনি জানান, তাল আফার শহরে শিয়ারা সংখ্যাধিক্য এবং সুনি্নরা আল-কায়েদা সমর্থিত ইসলামিক ইরাক প্রতিষ্ঠার পক্ষপাতী। এর আগে সুনি্ন জনগোষ্ঠী মসুল ও সাদ্দাম হোসেনের নিজের শহর তিকরিত দখল করে নেয়। এদিকে, তাল আফার ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৪২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। তাল আফার শহরবাসী সংবাদমাধ্যমকে জানায়, সুনি্ন জঙ্গিরা মেশিনগান উঁচিয়ে ও কালো জিহাদি পতাকা নিয়ে ট্রাকে করে তাল আফার শহরে প্রবেশ করে।
স্থানীয় বাসিন্দা হাদীর আল-আবাদি সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় নিরাপত্তা রক্ষীরা শহর ছেড়ে চলে গেছে এবং তিনি নিজেও তার পরিবার-পরিজন নিয়ে শহর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, স্থানীয় উপজাতি গোষ্ঠীর সদস্যরা সুনি্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে প্রথমে লড়াই করলেও পরে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হন। তিনি আরো জানান, শহরবাসীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই ইতোমধ্যে শহর ছেড়ে পালিয়ে গেছেন। অনেকেই আবার কুর্দিদের দখল করা এলাকায় চলে গেছেন।
এদিকে, আরেক বাসিন্দা জানান, সোমবার জঙ্গিদের আস্তানা লক্ষ করে সামরিক উড়োজাহাজ থেকে বোমা ফেলা হয়েছে। এ ছাড়া অনেক শিয়া পরিবার শহর রোববারই শহর ছেড়ে চলে গেছে।

আরও পড়ুন...

নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ …