এনবিএন ডেক্স:
মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র সৌদিআরবে চালু হতে যাচ্ছে উচ্চ গতি সম্পন্ন ট্রেন ‘হারামাইন’। দেশটির রেলওয়ে বিভাগের প্রধান খালিদ আল-শুয়াইকেট এমন তথ্য জানিয়েছেন। খালিদ বলেন, হারামাইন নামক ট্রেনটি ছয় মাসের মধ্যেই চালু হচ্ছে। তার আগে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হচ্ছে মদিনা-বাদশাহ আব্দুল্লাহ অর্থনীতি শহর রাবিগে। ইতোমধ্যেই রেল লাইনের মক্কার অর্ধেক কাজ প্রায় শেষ। এছাড়া মদিনার ৭০ ভাগ, রাবিগের ৫৭ ভাগ এবং জেদ্দার ৫০ ভাগ কাজ শেষের পথে।

তিনি আরো বলেন, হারামাইন সার্ভিসে উন্নতমানের সব সেবার ব্যবস্থা রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে গমনাগমনের প্রশস্ত পথ, মসজিদ, হেলিপ্যাড, প্লাটফর্ম, স্থায়ী-অস্থায়ী গাড়ি পার্কিং, ভিআইপি রেস্ট হাউজ, হোটেল-রেস্তোরাঁ ও কফি হাউজ প্রভৃতি। হারামাইন প্রকল্পটি বাস্তবায়ন করছে আল-সৌলা গ্রুপ। এই সার্ভিসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া ছয়টি কেন্দ্রীয় স্টেশনের মাধ্যমে দেশটির কয়েকটি শহরের মধ্যে যাতায়াতের দূরত্ব কমিয়ে আনছে এটি। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণই এর উদ্দেশ্য।
প্রসঙ্গত, ২০০৯ সালে শুরু হয় হারামাইন প্রকল্পের কাজ। ট্রেনটির গতি প্রতি ঘণ্টায় ৩২০ কি.মি.। প্রতি বছর এতে তিন মিলিয়ন যাত্রী আসা-যাওয়া করবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে বহু হজ্জ ও ওমরার যাত্রীও থাকবেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে শুরু হয় হারামাইন প্রকল্পের কাজ। ট্রেনটির গতি প্রতি ঘণ্টায় ৩২০ কি.মি.। প্রতি বছর এতে তিন মিলিয়ন যাত্রী আসা-যাওয়া করবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে বহু হজ্জ ও ওমরার যাত্রীও থাকবেন।