হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেরার মলানী সীমান্তের ৩৭২ মেইন পিলার এলাকার ১৫০ গজ বাংলাদেশ ভূখন্ডের অভ্যান্তর হতে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে কাটাতারের এপারে থাকা ভারতীয় ১২১/ই কোম্পানী শ্রীপুর বিএসএফ ক্যাম্প সদস্যরা এক বাংলাদেশ নাগরিককে আটক করে ভারতীয় গোপালপুর থানায় পাঠানো হয়েছে বলে পতাকা বৈঠক সূত্রে জানা যায়। আটক বাংলাদেশী নাগরিকের নাম মনির হোসেন (১৯) রানীশংকৈল ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র। সে মরাধর হাজিপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী আটকের বিষয় ৩ বিজিবি মলানী কোম্পানী কমান্ডার শাহজাহান এর সত্যতা স্বীকার করে বলেন, আটক ব্যক্তিকে ফেরত চেয়ে সকাল ৭টায় বিএসএফকে পত্র দিয়েছিলাম। সকাল ১১ টায় ৩৭২ পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় বিএসএফের পক্ষে ছিলেন, ১২১/ই কোম্পানী শ্র্রীপুর ইন্সপেক্টর এলকে মিশ্র ও বিজিবির পক্ষে ছিলেন, ৩০ বিজিবি মলানী কোম্পানী কোমান্ডার শাহজাহান। পতাকা বৈঠকে বিএসএফ জানায়, ধৃত মনির হোসেনকে সীমান্ত আইনের মামলায় গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। জানা যায়, মুনির হোসেন ভারতে আত্বীয়ের বাড়ীতে বেড়াতে গিয়েছিল। বাড়ী ফিরার পথে সে বিএসএফের হাতে ধরা পড়ে।
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …