চ্যাম্পিয়নদের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। শিরোপা অক্ষুণ্ন রাখতে নিজেদের প্রথম ম্যাচে আজ শক্তিশালী নেদারল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্পেন। ব্রাজিলের সালভাদরসে বাংলাদেশ সময় রাত ১টায় এ ম্যাচ শুরু হবে। এদিন আরও দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে মেক্সিকো লড়বে ক্যামেরুনের বিরুদ্ধে। নাতালে ‘এ’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। স্পেনের গ্রুপে থাকা অস্ট্রেলিয়া ও চিলির খেলাটি মাঠে গড়াবে শনিবার ভোর ৪টায়। ‘বি’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হবে কুইয়াবায়।
নেদারল্যান্ডের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্পেন। যদিও মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তারা। মাঠে নিজেদের প্রমাণ করার আগেই তারা ব্রাজিলের মাঠ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করল। মাঠে দ্রুতগতির ছোট ছোট পাসে খেলা স্প্যানিস খেলোয়াড়দের জুড়ি নেই। তাদের এই ‘টিকি-টাকা’ স্টাইলের খেলার ধরণে হুমকি হয়ে দাঁড়িয়েছে মাঠের করুণ পরিনতি। স্প্যানিস স্ট্রাইকার দিয়েগো কস্তা এই মাঠে তাদের খেলতে সমস্যা হবে জানিয়ে বলেছেন, ‘মাঠ ভালো ভাবে গড়ে তুললেও তা এখনও ভেজা রয়েছে। মাঠের দায়িত্ব পাওয়া স্প্যানিস কোম্পানী রয়েল ভাডের্র গ্রাউন্ডসম্যান কার্লোস বোতেলা বলেছেন, ব্রাজিলের আবহাওয়া বৈচিত্রময়। এই আবহাওয়ায় মাঠের সঠিক পরিচর্যা করা মুশকিল। তিনি আরও জানান, ১২টি মাঠের মধ্যে সাতটি মাঠেরই এই অবস্থা। বোতেলা এর আগে স্প্যানিস ক্লাব বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামের কাজ করেছেন। তাই তার ভালো করেই জানা স্প্যানিস খেলোয়াড়রা কি ধরনের মাঠে তাদের স্টাইলে খেলতে পছন্দ করে। স্পেন খেলোয়াড়দের অসন্তুষ্টির কথা শুনে বোতেলা ফিফার মাঠ সংক্রান্ত নিয়ম জানিয়ে দেন। ফিফার নিয়ম অনুযায়ী মাঠে ১৮ থেকে ২২ সেন্টিমিটারের ঘাস থাকবে এবং ম্যাচের আগে মাঠকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে।
এদিকে, বিশ্বকাপ শেষে ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন চেলসিতে যোগ দিতে যাওয়া এ্যাথলেটিকো মাদ্রিদ এ তারকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লা লীগার শেষ ম্যাচে বার্সেলোনা এবং চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে পারেননি।
তবে শনিবার এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে স্পেনের হয়ে ৭৪ মিনিট খেলার পর নতুন করে কোন সমস্যা সৃষ্টি না হওয়ায় ২৫ বছর বয়সী এ তারকা লা রোজাদের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামার বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী।
মার্সা পত্রিকাকে তিনি বলেন, ‘ইনজুরি পিছনে ফেলে এসেছি সেটা বোঝার জন্য এ ম্যাচটি আমার খুবই প্রয়োজন ছিল। আমি এখন পুরোপুরি ফিট এবং আর কোন সমস্যা হবে না।’
ব্রাজিলে জন্মগ্রহণ করা কস্তা ২০১৪ বিশ্বকাপে স্পেনের হয়ে মাঠে নামায় জন্মভূমিতে স্থানীয় অনেক সমর্থকের কাছেই খলনায়কে পরিণত হয়েছেন। তবে নতুন সতীর্থ খেলোয়াড়রা তাকে সাদরে গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘আসলে কি ঘটেছে সেটা বোঝার পর আমি অনেক লোকের কাছ থেকেই সমর্থন পাচ্ছি। আমার সতীর্থ খেলোয়াড়রা আমাকে বিশেষভাবে গ্রহণ করেছে। আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি। এটা সত্যিই অবিশ্বাস্য। সত্যিকার অর্থেই সুন্দর একটি মুহূর্তের একটি অভিজ্ঞতা আমি সঞ্চার করেছি। সে জন্য আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে।’
নেদারল্যান্ডের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্পেন। যদিও মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তারা। মাঠে নিজেদের প্রমাণ করার আগেই তারা ব্রাজিলের মাঠ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করল। মাঠে দ্রুতগতির ছোট ছোট পাসে খেলা স্প্যানিস খেলোয়াড়দের জুড়ি নেই। তাদের এই ‘টিকি-টাকা’ স্টাইলের খেলার ধরণে হুমকি হয়ে দাঁড়িয়েছে মাঠের করুণ পরিনতি। স্প্যানিস স্ট্রাইকার দিয়েগো কস্তা এই মাঠে তাদের খেলতে সমস্যা হবে জানিয়ে বলেছেন, ‘মাঠ ভালো ভাবে গড়ে তুললেও তা এখনও ভেজা রয়েছে। মাঠের দায়িত্ব পাওয়া স্প্যানিস কোম্পানী রয়েল ভাডের্র গ্রাউন্ডসম্যান কার্লোস বোতেলা বলেছেন, ব্রাজিলের আবহাওয়া বৈচিত্রময়। এই আবহাওয়ায় মাঠের সঠিক পরিচর্যা করা মুশকিল। তিনি আরও জানান, ১২টি মাঠের মধ্যে সাতটি মাঠেরই এই অবস্থা। বোতেলা এর আগে স্প্যানিস ক্লাব বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামের কাজ করেছেন। তাই তার ভালো করেই জানা স্প্যানিস খেলোয়াড়রা কি ধরনের মাঠে তাদের স্টাইলে খেলতে পছন্দ করে। স্পেন খেলোয়াড়দের অসন্তুষ্টির কথা শুনে বোতেলা ফিফার মাঠ সংক্রান্ত নিয়ম জানিয়ে দেন। ফিফার নিয়ম অনুযায়ী মাঠে ১৮ থেকে ২২ সেন্টিমিটারের ঘাস থাকবে এবং ম্যাচের আগে মাঠকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে।
এদিকে, বিশ্বকাপ শেষে ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন চেলসিতে যোগ দিতে যাওয়া এ্যাথলেটিকো মাদ্রিদ এ তারকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লা লীগার শেষ ম্যাচে বার্সেলোনা এবং চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে পারেননি।
তবে শনিবার এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে স্পেনের হয়ে ৭৪ মিনিট খেলার পর নতুন করে কোন সমস্যা সৃষ্টি না হওয়ায় ২৫ বছর বয়সী এ তারকা লা রোজাদের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামার বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী।
মার্সা পত্রিকাকে তিনি বলেন, ‘ইনজুরি পিছনে ফেলে এসেছি সেটা বোঝার জন্য এ ম্যাচটি আমার খুবই প্রয়োজন ছিল। আমি এখন পুরোপুরি ফিট এবং আর কোন সমস্যা হবে না।’
ব্রাজিলে জন্মগ্রহণ করা কস্তা ২০১৪ বিশ্বকাপে স্পেনের হয়ে মাঠে নামায় জন্মভূমিতে স্থানীয় অনেক সমর্থকের কাছেই খলনায়কে পরিণত হয়েছেন। তবে নতুন সতীর্থ খেলোয়াড়রা তাকে সাদরে গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘আসলে কি ঘটেছে সেটা বোঝার পর আমি অনেক লোকের কাছ থেকেই সমর্থন পাচ্ছি। আমার সতীর্থ খেলোয়াড়রা আমাকে বিশেষভাবে গ্রহণ করেছে। আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি। এটা সত্যিই অবিশ্বাস্য। সত্যিকার অর্থেই সুন্দর একটি মুহূর্তের একটি অভিজ্ঞতা আমি সঞ্চার করেছি। সে জন্য আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে।’