এনবিএন ডেক্সঃ : ২১ তম জাতীয় শিশু দিবসে শিশু কিশোর মেলা আয়োজিত ‘বঙ্গবন্ধুকে নিয়ে গান’ প্রতিযোগিতায় এবার সারাদেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছেন নেত্রকোণার মুক্তারপাড়ার ছোট্ট ছেলে রাফসান। একই আয়োজনে রাফসান রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেছেন। প্রথম স্থান অর্জনের জন্য রাফসান পেয়েছেন স্বর্ণ পদক এবং দ্বিতীয়স্থান অর্জনের জন্য রাফসান পেয়েছেন রৌপ্যপদক। গত ৬ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই প্রতিযোগিতায় রাফসান এই দুটি সম্মাননা লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন রাফসান। এদিকে গত মার্চমাসে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৪’-তে রাফসান ভাটিয়ালি ভাওয়াইয়া পল্লী গানে ‘ক’ বিভাগ থেকে দেশের সকল প্রতিযোগির মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। ছোট্ট রাফসানের বয়স মাত্র আট। রাফসান বলে, ‘ ভাবিনি এবারও প্রথম হবো। তবে আমার স্বপ্ন ছিলো আমি অনেক ভালো করবো। আমার মা-বাবা, সেলিম মামা, তারেক মামা এবং মহান আল্লাহর কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। সবার দোয়া চাই যেন ভবিষ্যতে আমি অনেক বড় শিল্পী হতে পারি।’ রফিকুল ইসলাম ও রেহেনা পারভীন দম্পতির সন্তান রাফসান নেত্রকোণার দি হলি চাইল্ড কি-ার গার্ডেন স্কুলে ক্লাশ থ্রি-তে পড়ছে। শিক্ষকদের স্নেহ ভালোবাসা, সহপাঠীদের উতসাহও তার আজকের এই অবস্থানের পেছনে বিশেষ অবদান রেখেছে। তবে গত তিন বছর যাবত নেত্রকোণার মুক্তার পাড়ার সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘শিকড়’-এ নিয়মিত সঙ্গীত চর্চা করেই রাফসান আজকের এ অবস্থানে আসতে পেরেছে।
আরও পড়ুন...
নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!
এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …