22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / ফালুজার পর আরও একটি শহরের নিয়ন্ত্রণ হারাল ইরাক সরকার

ফালুজার পর আরও একটি শহরের নিয়ন্ত্রণ হারাল ইরাক সরকার

এনবিএন ডেক্সঃ ইরাকের আরো একটি প্রদেশ দখলে নিয়েছে বিদ্রোহীরা। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, সশস্ত্র বন্দুকধারীরা ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ শহর দখল করে শত শত বন্দিকে মুক্ত করে নিয়ে গেছে। চলতি বছর দ্বিতীয় শহর হিসেবে নিনেভেহ বিদ্রোহীদের দখলে গেল।

এর আগে ফালুজার নিয়ন্ত্রণ হারায় ইরাক সরকার। সোমবার রাতভর কয়েকশ’ বন্দুকধারী প্রদেশের রাজধানী মসুল শহরে হামলা চালায়। এসময় বিদ্রোহীদের সঙ্গে সেনা ও পুলিশ সদস্যদের সংঘর্ষ বাধে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা সংস্থা এএফপিকে জানায়, মসুল শহর রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
ইসলামী জঙ্গীরা এখন শহরের নিয়ন্ত্রণে। এর আগেও নাইনভেহসহ বেশ আরো চারটি রাজ্যে বড় ধরনের অভিযান চালায় জঙ্গিরা।
এতে কয়েক ডজন লোক নিহত হন। পুরো শহর দখল নেওয়ার আগে বিদ্রোহীরা প্রথমেই রাজ্যের গভর্নরের সদরদপ্তর, কারাগার ও টেলিভিশন স্টেশন দখলে নেয়। বার্তা সংস্থা এপি জানায়, বিদ্রোহী যোদ্ধারা ১৪০০ মতো কয়েদিকে মুক্ত করে নিয়ে গেছে।

আরও পড়ুন...

নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ …