এনবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে মোবাইল চুরি মামলার ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। ধামইরহাট থানার ওসি একে এম মিজানুর রহমান জানান, গত ২৯ জানুয়ারী উপজেলার মঙ্গলবাড়ী বাজারের মোবাইল ব্যবসায়ী রবিউল ইসলামের মোবাইল দোকানে টিন সেডের ছাদ কেটে ১৮৮ টি মোবাইল ফোন ১১ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। এর প্রেক্ষিতে ধামইরহাট থানার ১টি মামলা হয়। উক্ত মামলার আসামী অজ্ঞাত নামা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার ওসি (তদন্ত) মোঃ নাজমুল হক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গত সোমবার রাত ৯ টায় বদলগাছী থানার কলাবাজার গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে সোহেল (৩০) কে গ্রেফতার করে। আটককৃত সোহেলের স্বীকারোক্তির প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ভোর ৪ টায় নাটোর জেলা সদরের বউ বাজার এলাকায় ভাড়া বাসা হতে জুয়েল রানা (৩০) পিতা মোয়াজ্জেম হোসেন সাং-চকমহিতুল, দুলাল (৩৪) পিতা মোজাম্মেল হক সাং-বিহারপুর উভয়ের থানা- আক্কেলপুর এবং নজরুল ইসলাম (৫২) পিতা মৃতঃ আনিছ সাং- ছোট বিন্নগর থানা- পাঁচবিবি সকলের জেলা জয়পুরহাট দের কে গ্রেফতার করে। পুলিশ আসামীদের নিকট হতে চোরাই যাওয়া ১২টি মোবাইল ফোন ও সাড়ে ৭ হাজার টাকার মোবাইল কার্ড উদ্ধার করে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …