এনবিএন ডেক্সঃ নওগাঁর আত্রাইয়ে বোরো চাল সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। বাজারে ধানের মূল্য বেশি। তাই চাল তৈরিতে অধিক খরচ হওয়ায় অধিকাংশ মিলাররা সরকারি খাদ্যগুদামে চাল দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন। ফলে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। জানা যায়, চলতি বোরো মৌসুমে আত্রাই সরকারি খাদ্যগুদামে ১ হাজার ৮৭৭মে. টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয় এবং ২৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে ক্রয় শুরু করা হয়। সরাসরি মিলারদের নিকট থেকে ৩১ টাকা কেজি দরে এ চাল ক্রয় শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলার ৪৭জন মিলারের নিকট থেকে চাল ক্রয়ের কথা থাকলেও মাত্র ৩১জন মিলার চুক্তিবদ্ধ হওয়ায় চাল দিতে পারছেন। বাকি মিলাররা সরকারের সাথে চুক্তিবদ্ধ না হওয়ায় তারা স্থানীয় সরকারি খাদ্যগুদামে চাল দিতে পারছেন না। আবার যারা চুক্তিবদ্ধ হয়েছেন তারাও চাল দিতে লাভের ভাগ টিয়া খেয়ে নিচ্ছে বলে জানা গেছে। লাগামহীন ধানের বাজার, চাল উৎপাদনে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্নমুখী সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন ওইসব মিলাররা। এদিকে মিলার সংখ্যা কমে যাওয়ায় খাদ্যগুদামে চাল সংগ্রহে দেখা দিয়েছে মন্থর গতি। ২৫মে থেকে এ পর্যন্ত মাত্র ৩১১মে. টন চাল সংগ্রহ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আত্রাই চালকল মালিক সমিতির সভাপতি শহিদ আলম সাখিদার বলেন, বাজারে ধানের মূল্য বৃদ্ধি ও আনুসাঙ্গিক সব জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার কারণে চাল উৎপাদনে খরচ অনেক বেশি হচ্ছে। আর সরকারি মূল্য উৎপাদন মূল্য থেকেও কম। এ জন্য আমাদের অনেক মিলারই চুক্তিবদ্ধ হতে পারেননি। সরকার চাল ক্রয়ের মূল্য পুনঃনির্ধারণ পূর্বক চুক্তিবদ্ধ হওয়ার মেয়াদ নতুন করে ঘোষণা করলে মিলাররা উপকৃত হবে। উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, মূলত বৈরী আবহাওয়ার কারণে মিলাররা চাল দিতে পারছেন না। আবহাওয়া অনুকূলে থাকলে এতদিন আরও বেশি চাল সংগ্রহ হতো। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুর আলী বলেন, আমাদের বরাদ্দ যাতে ফেরত না যায় এ জন্য যে কয়জন মিলার চুক্তিবদ্ধ হয়েছেন তাদের নিকট থেকেই চাল সংগ্রহ করা হবে। যে সব মিলার চুক্তিবদ্ধ হননি সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …