এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের আজুর গ্রামের বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। একই ঘটনায় শিশুসহ আরো চার মহিলা আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৬ টার দিকে বৃষ্টির মধ্যে আজুর গ্রামের আব্দুল মতিন (২৪) ও তার স্ত্রী বেনু বেগম (১৮) নিজ বাড়ীর মধ্যে কাজ করছিল এসময় তাদের বাড়ীর উপর আকস্মিক ভাবে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। নিহতদের আড়াই বছরের শিশুকন্যা মদিনা, তিলজান বিবি, জাহানারা বেগম ও রওশনারা মারাত্মক আহত হয়। আহতদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ঐদিনই দুপুরের দিকে মহাদেবপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে নিহতদের পরিবারে প্রতিজনকে ২০ হাজার টাকা এবং আহত চার জনকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান। এসময় মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নুসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …