সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কৃতি সন্তান, টিভি নাট্য পরিচালক জি.এম.সৈকত এবার শুধু মাত্র সাতক্ষীরা জেলার সাংস্কৃতিমনা ২০ জন বেকার ছেলে- মেয়েদের কর্ম সংস্থানের উদ্দ্যোগ নিলেন। এ ব্যাপারে জি.এম.সৈকত-বলেন, আমার জন্ম সাতক্ষীরাতে, সাতক্ষীরার মাটি আমার মা। আল্লহর রহমতে আর আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি বর্তমানে বাংলাদেশে টিভি নাট্য পরিচালক হিসাবে একটা অবস্থান তৈরি করেছি। সাতক্ষীরার সংস্কৃতি উন্নয়নের জন্য আমার সংগঠন – সাতক্ষীরা সংস্কৃতি উন্নয়ন সংস্থা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সাতক্ষীরার লুকায়িত প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে সুযোগ করার লক্ষে প্রতি বছরের ন্যায় এবার ও তারাকাদের তারকা হও – ২০১৪ প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। সবার ব্যাপক উৎসাহ এবং সহযোগিতা পেয়েছি। তাই শিল্পী বাছাই এর পাশাপাশি আমি এই উদ্দ্যোগ নিয়েছি। কারন আমার সুটিং ইউনিটে প্রায় ৩০ থেকে ৩৫ জন বিভিন্ন বিভাগে কাজ করে। আমি চাই এই সুযোগটা আমার সাতক্ষীরা জেলার ছেলে-মেয়েরা কাজে লাগাগ। যাতে কিছুটা হলে ও কয়েক জন বেকার ভাই বোনদের একটা কর্ম সংস্থানের ব্যবস্থা হবে।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …