15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষ : নিহত ২- আসামীর বাড়িতে আগুন!!

নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষ : নিহত ২- আসামীর বাড়িতে আগুন!!

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ জন মারা গেছে বলে জানা গেছে। গত শুক্রবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের আমজাদ হোসেন (৪৮) পিতা মৃতঃ আছির উদ্দিন ও দুলু (২২) পিতা মোজাহার আলী। এ বিষয়ে স্থানীয়রা ও বদলগাছী থানার ও’সি আজিজুল হক জানান, এক খন্ড জমি নিয়ে বেশ কিছু দিন ধরে শহীদুল ইসলাম ও প্রতিবেশী হাসানের সঙ্গে বিরোধ চলে আসছিলে। এরই জের ধরে গতকাল শুক্রবার রাতে জমি ভাগ বাটোয়ারা নিয়ে বৈঠক চলছিল। এ সময় বাকবিতান্ড শুরু হলে এক পর্যায় হাসানের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালালে আমজাদ হোসেন ও দুলু গুরুত্বর আহত হন। আহতদের তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে নওগাঁ সদর মডেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় ঐদিন রাত ১০ টার দিকে নওগাঁ সদর হাসপাতালে আমজাদ হোসেন মারা যান। পরে আহত দুলুর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুলু মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় বদলগাছী থানায় পৃথক পৃথক হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছিল। এ সংবাদ পেয়ে নিহতের লোক জন গতকাল শুক্রবার সকালে প্রতিপক্ষ হাসানের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নওগাঁ ও জয়পুর হাট জেলার ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

 

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …