21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / খুলনা বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় সাতক্ষীরা দল চ্যাম্পিয়ন

খুলনা বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় সাতক্ষীরা দল চ্যাম্পিয়ন

সাতক্ষীরা প্রতিনিধি: ৩৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০১৪ এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা দল ৮ ইউকেটে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার যশোর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে যশোর জেলা ক্রিড়া সংস্থা’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় পর্যায়ের এ ফাইনাল খেলায় খুলনা জেলা দল টসে জিতে ৫০ ওভারে সব ইউকেট হারিয়ে ১৬৬ রান করে। জবাবে সাতক্ষীরা জেলা দল ৩৭ ওভারে ২ ইউকেটে ১৬৭ রান করে জয় লাভ করেছে। সাতক্ষীরা জেলা দল এর আগে নড়াইল ভেন্যুতে মেহেরপুর, যশোর, ঝিনাইদহ জেলা দলকে হারিয়ে ফাইনাল খেলায় খেলায় সুযোগ পায়। সাতক্ষীরা জেলা দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করায় জেলা ক্রীড়া সংস্থা’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এসময় উপস্থিত জেলা ক্রীড়া সংস্থা’র সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আ.ম আক্তারুজ্জামান মুকুল, জেলা ক্রীড়া সংস্থা’র কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহিনসহ ক্রীড়া সংস্থা’র নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত স্কোর : খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে সাতক্ষীরা দলের সোহাগ, সর্বোচ্চ রান সংগ্রহ করেছে জাবিদ হাসান ৮৮, মোঃ রনি ৪৯, এনামুল হক ১৪। খেলায় টিম ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন আলতাফ হোসেন ও প্রশিক্ষক মাহমুদ হাসান মুক্তি।

 

আরও পড়ুন...

নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ  নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা …