15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করনের দাবীতে নওগাঁয় বাকাসসের আন্দোলন !!

পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করনের দাবীতে নওগাঁয় বাকাসসের আন্দোলন !!

এনবিএন ডেক্সঃ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), নওগাঁ জেলা শাখা বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেনীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করনের দাবীতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বর থেকে বাকাসসের সাধারন সম্পাদক রেজানুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয় এবং পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ জেলা বাকাসসের সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বাকাসসের সাধারন সম্পাদক রেজানুর রহমান, উপদেষ্টা মকছেদ আলী ও ডি.এম. আইউব হোসেন, সহ-সভাপতি ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক কে এম মাহবুব আলম প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বাকাসস এর শতাধিক কর্মচারীরা অংশ গ্রহন করে।

আরও পড়ুন...

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার

নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় …