এনবিএন ডেক্সঃ দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনায় নওগাঁ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতি দমন কমিশন, ঢাকা কর্তৃক রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড ২০১৩ লাভ করেছে। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে সক্রিয় আবদানের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি বালোদেশ শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে শ্রেষ্ঠ মহানগর/জেলা/উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুদক এর মনোগ্রাম সংবলিত ক্রেষ্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি নওগাঁ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান এর হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুদক চেয়ারম্যান জনাব বদিউজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদক কমিশনার জনাব মোঃ সাহবদ্দিন চুপপু, দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহম্মেদ, চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক সচিব মোঃ ফয়জুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন দুদক মহাপরিচালক ড. শামসুল আরেফিন। শ্রেষ্ঠ পুরস্কার ২০১৩ প্রাপ্ত নওগাঁ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইশরাক আলী দেওয়ান এবং সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জনাব এম এ রকীব , জনাব মোঃ আলতাব হোসেন, প্রফেসর ইমরুল কায়েস চৌধুরী, অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, মাওলানা আ ন ম আকরাম হোসাইন, মোঃ আব্দুস সালাম, মোঃ ময়নুল হক দুলদুল, মোঃ অহিদুল হক মন্ডল ও মোঃ কামরুজ্জামান হক।
Home / সারাদেশ / দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে নওগাঁ শ্রেষ্ঠ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড ২০১৩ লাভ!!
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …