20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর রাণীনগরে জেএমবি সদস্য মাখন গ্রেফতার

নওগাঁর রাণীনগরে জেএমবি সদস্য মাখন গ্রেফতার

এনবিএন ডেক্স: নওগাঁর রাণীনগরে বহুল আলোচিত খেজুর হত্যা মামলার অন্যতম পলাতক আসামী ও জেএমবি সদস্য মাখন আলীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাখন উপজেলার লোহাচুড়া গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গত ২০০৪ ইং সালের মে মাসে সর্বহারা নিধনের নামে বাংলা ভাইয়ের নেতৃত্বে জেএমবি ক্যাডাররা সিম্বা গ্রামের সেকেন্দার আলী মাস্টারের ছেলে খেজুর আলীকে নিজ বাড়ী থেকে প্রকাশ্যে ধরে নিয়ে ভেটি জেএমবি ক্যাম্পে রাখে। সেখানে খেজুর আলীকে ৭ টুকরো করে হত্যার পর মাটিতে লাশ পুঁতে রাখে। পরে জেএমবিরা এলাকা ছেড়ে চলে যাবার পর থানা পুলিশ মাটির নিচ থেকে ৭ টুকরো করা লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত খেজুর আলীর বোন নিলিমা আক্তার বাদী হয়ে গত ২৮ মে ২০০৪ সালে মাখনসহ ১০২ জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন । থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাণীনগর উপজেলার ভান্ডারগ্রাম বগারবাড়ী বাজার থেকে গ্রেফতার করে মাখনকে।
এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, পালিয়ে থাকার ১০ বছর পর মাখন পুলিশের হাতে গ্রেফতার হলো । মাখন সেই সময়ের বহুল আলোচিত খেজুর হত্যা মামলার এজাহার ভুক্ত ৬ নং আসামী। তাকে গতকাল শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে। #

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …