15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / শাহরুখকে মাছভাজা খাওয়ালেন ‘মমতাদি’

শাহরুখকে মাছভাজা খাওয়ালেন ‘মমতাদি’

এনবিএন ডেক্স: ইডেনে কিংস ইলেভেন পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে ফাইনালের রাস্তা পরিষ্কার করে সদলবল ‘দিদি’ মমতা ব্যানাজির্র কলকাতার ৩০/বি হরিষ চ্যাটার্জি রোডের বাড়িতে গিয়ে হাজির শাহরুখ খান।
শাহরুখকে বরণ করতে বাড়ির দুয়ারে নিজেই হাজির মুখ্যমন্ত্রী। পরম শ্রদ্ধায় এক ফাঁকে ‘দিদি’র পা ছুঁয়ে আশীর্বাদও নিয়ে নিলেন বলিউড বাদশাহ। শাহরুখ ও তার দলবলকে এ সময় মিষ্টিমুখের পাশাপাশি ‘দিদি’ খাওয়ান মাছভাজাও। টুইটারে সেই মাছভাজা খাওয়ার ছবি নিজেই আপলোড করেছেন কিং খান। আইপিলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডাসের্র একের পর জয়ে বর্তমানে উন্মাদনা চলছে স্যোশাল মিডিয়ায়। এদিকে দিদির বাড়ি ঘুরে শাহরুখ টুইট করেছেন, ‘আমার প্রিয় কেকেআর, কী অসাধারণ ছিলো তারা গত রাতে….মমতাদির সঙ্গে মাছভাজা’। শাহরুখ বাড়িতে আসায় বেজায় খুশি ‘দিদিও’। ফেসবুকে লিখেছেন ‘ম্যাচের পর শাহরুখ আমার বাড়িতে এসেছিলো। খুবই চমৎকার মুহূর্ত ছিলো। আমার শুভ কামনা শাহরুখ ও তার পরিবারের সদস্যদের প্রতি।’ এ সময় প্রায় ২৫ মিনিট মমতার বাড়িতে অতিবাহিত করেন শাহরুখ। বুধবার আইপিএলের ফাইনালে ওঠার পথে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে পরাজিত করে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স।

আরও পড়ুন...

মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন

আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …