ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ জিবাস ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের (রাজশাহী অঞ্চল) সহযোগিতায় ভোলাহাট উপজেলার দলদলী ও গোহালবাড়ী ইউনিয়নে সকাল ১০:৩০ টায় ২০১৪-২০১৫ ইং অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার দলদলী ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে ১,৩৩,০০,০১৩/= টাকার বাজেট পত্র পাঠ করে শোনান ইউ,পি’র সচিব মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত।
উন্মুক্ত বাজেট আলোচনায় দলদলী ইউনিয়নের মুক্তিযোদ্ধা রুস্তুম আলী, সহ-অধ্যাপক মুনিরুল ইসলাম ডলার, প্রবীণ ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবি, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আজাহরুল ইসলাম, সহ-শিক্ষক সারোয়ার জাহান, শাহ্ জাহান আলী ও মাওঃ আতাউর রহমান বক্তব্য রাখেন।
অপরদিকে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান আলাউদ্দিনের সভাপতিত্বে ১,২৪,৫০,৭০৫/= টাকার বাজেট পত্র পাঠ করে শোনান ইউপি সচিব মোঃ রাকিব আলী। বক্তব্য রাখেন- বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, আ’লীগের উপজেলা সহ-সভাপতি ইয়াসিন আলী শাহ্, ভোলাহাট ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, প্রধান শিক্ষক আল আমিন ও আতাউর রহমান, তিলোকী গ্রামের বি.এন.পি নেতা জিল্লুর রহমান, সুরানপুর গ্রামের বি.এন.পি নেতা মজিবুর রহমান প্রমূখ। #