এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর ধান হাটে শুক্রবার সকাল ৮টার সময় বজ্রপাতে ৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিহতরা হলেনঃ নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের আশরাফের পুত্র আজিজার রহমান(৪০), মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া গ্রামের মৃত ফারাতুল্লার পুত্র হাফিজুর রহমান(২২), উত্তরগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত গফুর আলীর পুত্র সামসুল হক (৩৫), দাসরা গ্রামের ইসমাইলের পুত্র ইয়াকুব আলী (২০) ও ভেবড়ী গ্রামের আফজাল হোসেন এবং আহতরা হলেন, মহাদেবপুর উপজেলার কৃষ্মতকসবা গ্রামে ঈসমাইলের পুত্র আফজাল হোসেন (৪৫), লক্ষনপুর গ্রামে আজিমদ্দিনের পুত্র তাছির আলী(২৫), নলোবলো গ্রামে মৃত ওছিরের পুত্র হবিবর(৩০) এবং উত্তরগ্রাম গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র শহিদুল(৪০) এর সকলে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া পোরশা উপজেলার পাথরডাঙ্গা গ্রামে আমবাগানে আম কুড়ানোর সময় ব্রজপাতে সাবিনা ইয়াসমিন নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা হাসপাতাল ও নওগাঁ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পূর্ণি নামে এক মহিলা গুরুত্বর আহত হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর ধান হাটে ধান কেনা বেচার জন্য সকাল থেকে বড় বাজার বসে। প্রতি হাটের দিনের মত এলাকার বিভিন্ন গ্রাম থেকে শতশত কৃষক তাদের বাড়ীর ধান কেনা বেচার জন্য সকালে আসে। শুক্রবার সকাল ৮টার দিকে হঠাৎ আকাশে কাল মেঘ দেখা দেয়। এরপর ঝড়বৃষ্টি শুরু হলে ধান হাটের লোক জন হাটের মাঝখানে একটি ঘরের বারান্দায় এবং পলিথিন নীচে গিয়ে অবস্থায় নেন। কিছুক্ষণ পর হঠাৎ একটি বজ্রপাত ওই ঘরের উপর পড়লে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয় এবং ৩০/৩৫ জন আহত হয়। এ ঘটনায় আরো ৪০/৪৫ জন আহত হয়। এদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা হাসপাতালে নেয়ার পথে দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মহাদেবপুর ও নওগাঁ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ওসি এনায়েত উদ্দিন জানান, ঘটনার পর জেলা প্রশাসক মো. এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দীন, উপজেলা নির্বাহী আমিনূর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে নওগাঁর পোরশায় পাথড়ডাঙ্গা গ্রামের একটি আম বাগানে সকালে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সাবিনা ইয়াসমিন নামে এক মহিলা মারা গেছে। এরিপোর্ট লিখা পর্যন্ত আহত এবং নিহতের পরিবারে সরকারি ভাবে কোন সাহয্য সহযোগিতা পৌছেনি।#
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …