28 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ১২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / ‘আগস্ট মাসে মূল পদ্মা সেতুর কার্যাদেশ’

‘আগস্ট মাসে মূল পদ্মা সেতুর কার্যাদেশ’

এনবিএন ডেক্স:
যোগযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী আগষ্ট মাসে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে। প্রায় কাছাকাছি সময়ে নদী শাসনের কার্যাদেশও দেয়া হবে। ইতিমধ্যে এ কাজের জন্য ৪টি কোম্পানি যোগ্যতা লাভ করেছে। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগের বিষয়টি স্রেফ ভূয়া ও প্রতারণা। সেতু বিভাগ এ ধরণের কোন লোক নিয়োগ দিচ্ছে না।
তিনি বলেন, একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে দীর্ঘ দিন ধরে চক্রান্ত করে চলেছে। তারা পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগের নামে অর্থের বিনিময়ে ফরম বিক্রি করছে। আর এ ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছে লোকজন।
তিনি বলেন, কেউ কেউ সেতু প্রকল্পে শ্রমিক নিয়োগ, সিমেন্ট, ইট, বালু, কংক্রিট সাপ্লাইয়ের নামে ফরম বিক্রি করে জনসাধারণকে সাব-কন্ট্রাক্ট পাইয়ে দেয়ার নামে প্রতারণা করে তাদের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এ ফাঁদে কোনভাবেই কেউ পা দিবেন না।
তিনি বলেন, পদ্মা সেতুর কাজ পেতে যাচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোং লিঃ। সুতরাং কাকে সাব-কন্ট্রাক দিবে বা কাজে শ্রমিক হিসেবে নিয়োগ করবে, নাকি অন্য কোথাও থেকে শ্রমিক আনবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। মূল কন্ট্রাক্টরের বাইরে কেউ কাজ দিতে চাইলে তা হবে প্রতারণা।
তিনি গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান।
পরে মন্ত্রী কুমারভোগের শিমুলিয়ায় নির্মানাধীন মাওয়া স্থানান্তরিত অস্থায়ী ঘাট ও মাওয়া পুরোনো ফেরি ঘাট সংলগ্ন তীর রক্ষা বাধের কাজ পরিদর্শন করেন। ওবায়দুল কাদের বলেন, স্থানান্তরিত মাওয়া অস্থায়ী ঘাটের কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হতে প্রায় আড়াই মাস সময় লাগবে। বিআইডবি্লউটিএ ঘাট নির্মানের কাজ করছে। আর সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মর্িত হচ্ছে দেড় কিলোমিটার রাস্তার কাজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ডেপুটি চিপ কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ আনোয়ারুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন খান, বিআইডবি্লউটি’র প্রধান প্রকৌশলী (পুরকৌশল) মজিবুর রহমান সরকার, মুন্সীগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন প্রমূখ।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …