20 Magh 1431 বঙ্গাব্দ রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁর রাইগাঁ ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা!!

নওগাঁর রাইগাঁ ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা!!

এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রস্তাবিত এই বাজেট ঘোষনা করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোফাকখারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মাইনুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, ইউপি সদস্য বেলাল হোসেন, শাহীনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০১৪-১৫ অর্থবছরের জন্য মোট ৪৮ লক্ষ ৫ হাজার ৬ শত ৩৫ টাকার বাজেট ঘোষনা করা হয়।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …