27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে ৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন!!

নওগাঁর ধামইরহাটে ৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন!!

এনবিএন ডেক্সঃ – নওগাঁর ধামইরহাটের ৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি গতকাল বৃহস্পতিবার এ উদ্বোধন করেন। ধামইরহাট পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের এজিএম কামাল হোসেন জানান, উপজেলার রামরামপুর (তেলীপাড়া), মালাহার, চাঁনকুড়ি, এন্দোয়া, হযরতপুর ও উদয়শ্রী গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের ফলে ২ শতাধিক পরিবার বিদ্যুতের সুবিধা ভোগ করবে। উদ্বোধন কার্যক্রমে হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, এর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, ইউএনও হেমায়েত উদ্দিন, পৌর মেয়র আমিনুর রহমান, অধ্যক্ষ শহীদুল ইসলাম, পল্লী বিদ্যুতের পতœীতলার ডিজিএম আঃ রউফ, নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি বোর্ড সচিব মিজানুর রহমান, জুনিয়র প্রকৌশলী শাহনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …