4 Poush 1431 বঙ্গাব্দ বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / হরিপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তার পদ ২০ বছর ধরে শূণ্য

হরিপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তার পদ ২০ বছর ধরে শূণ্য

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ভূমি অফিসের কর্মকর্তার গুরুত্বপূর্ণ এ পদটি ২০ বছর ধরে শূণ্য। ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চলছে অফিসের কার্যক্রম। এতে উপজেলার ৬টি ইউনিয়নের মানুষকে জায়গা জমি সংক্রান্তে অতিব জরুরী কাজের জন্য সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, হরিপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাগণের তালিকায় দেখা যায় ২৫/০৮/১৯৯০ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত ২০ জন কর্মকর্তার নামের তালিকা রয়েছে। এর মধ্যে ১৮ জনই ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২ জন সহকারী ভূমি কর্মকর্তা হিসাবে ছিলেন। এসএম আবুল কালাম আজাদ ২৫ আগষ্ট ১৯৯০ সালে প্রথম সহকারী ভূমি কর্মকর্তা হিসাবে যোগদান করে এবং ২ বছর পর ১৯৯২ সালে বদলী হন। মোস্তাফিজুর রহমান সহকারী ভূমি কর্মকর্তা হিসাবে ১৯৯২ সালে যোগদান করে এবং ১৯৯৪ সালে বদলী হন। এরপর হতে শুরু হয় ভারপ্রাপ্তদের পালা। ভারপ্রাপ্ত ১৮ জনের মধ্যে ২ জন উপজেলা রাজস্ব ভূমি কর্মকর্তা ও বাকী ১৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। বর্তমান ২০ নম্বর তালিকায় রয়েছেন ভারপ্রপ্ত হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। তিনি গত ১৫/১১/২০১২ দায়িত্বভার গ্রহণ করেন। ২০ বছর ধরে এ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা পদটিতে পূর্ণাঙ্গভাবে দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা যোগদান করেনি। ফলে এসময় হতে এ পর্যন্ত পদটি শূণ্য থাকায় ভারপ্রাপ্ত দিয়ে জোড়াতালি দিয়ে অফিশিয়াল কাজকর্ম চললেও জনসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলা ৬টি ইউনিয়নের মানুষ। বিশেষ করে জমি ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে জমির খাজনা খারিজ নিয়ে সীমাহীন বিরম্বনার শিকার হচ্ছে সাধারন মানুষ। নির্বাহী কর্মকার্তা প্রশাসনিক কাজে ব্যস্থ থাকায় এ অতিরিক্ত দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে। তাই এলাকাবাসীর প্রাণের দাবী সরকার যেন অনতি বিলম্বে এ জনবহুল গুরুত্বপূর্ণ শূণ্যপদটিতে নতুন কর্মকর্তা যোগদান করান।

আরও পড়ুন...

নওগাঁয় ন্যায্য মুল্যের দোকানে গরুর মাংস ৬০০ টাকা কেজি

নওগাঁ প্রতিনিধি: ভোক্তাদের সুবিধার জন্য নওগাঁয় ন্যায্য মুল্যের দোকানে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ বাজারে (সিও অফিস) ৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি হয়। বাজারের তুলনায় কেজিতে কমপক্ষে ৯০-১০০ টাকা কমে মাংস পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ ।উপজেলা পরিষদের দ্বিতীয় গেটের বাম পাশে এ (সিও অফিস) ন্যায্য মুল্যের দোকান। দোকানটি রাস্তার উত্তরপাশে অবস্থিত। বাজারে এ দোকান থেকে একটু দুরেই …